Buddhadeb Bhattacharjee: ব্রিগেডের শেষ লগ্নে বার্তা দিলেন বুদ্ধদেব, কী বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Buddhadeb Bhattacharjee: গতকাল সংবাদ মাধ্যমের সামনে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, আজকের এই ব্রিগেড বড় মাপের হবে। একই সঙ্গে তিনি এও বলেন, "বুদ্ধদেববাবু একলা নন, পার্টির সকল সদস্যের সঙ্গে জড়িয়ে তাঁর অস্তিত্ব।"

Buddhadeb Bhattacharjee: ব্রিগেডের শেষ লগ্নে বার্তা দিলেন বুদ্ধদেব, কী বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Jan 07, 2024 | 4:43 PM

কলকাতা: বামপন্থীদের ব্রিগেড হবে। আর প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকবেন না তেমনটা হয় না। তবে এখন তিনি অসুস্থ। বলা চলে বিছানায় শয্যাশায়ী তিনি। কিন্তু তাতে কী! তাঁর বার্তাই বাম নেতা-নেত্রীদের বরাবর উজ্জীবিত করে এসেছে। ব্রিগেডে সশরীরে আসতে না পারলেও তরুণ-তুর্কিদের ডাক দেওয়া এই মেগা সমাবেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আজ ব্রিগেডের শেষলগ্নে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় জানালেন শনিবার ডিওয়াইএফের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে লড়াইয়ের বার্তা নিয়ে ফিরেছেন। কী বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? মীনাক্ষী পাঠ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইন। বুদ্ধবাবু সেই বার্তাই দিয়েছেন তাঁদের। তিনি বলেছেন, ‘যেখানে ডাক পড়ে, জীবন মরণ-ঝড়ে আমরা প্রস্তুত’

গতকাল সংবাদ মাধ্যমের সামনে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, আজকের এই ব্রিগেড বড় মাপের হবে। একই সঙ্গে তিনি এও বলেন, “বুদ্ধদেববাবু একলা নন, পার্টির সকল সদস্যের সঙ্গে জড়িয়ে তাঁর অস্তিত্ব।”