কলকাতা: ধর্মতলা বাস টার্মিনাসের বিকল্প কী হতে পারে, তা বাস মালিকদেরই জানাতে বলল পরিবহণ দফতর। সোমবার বিকালে বাস, মিনিবাস, দূরপাল্লার বাস মালিকদের সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক হয়। কসবায় পরিবহণ দফতরের আধিকারিকরা এই বৈঠক করেন। বৈঠক শেষে বাস মালিকরা জানান, ধর্মতলার বিকল্প কী হতে পারে সে বিষয়ে বিভিন্ন রুটকে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, ধর্মতলায় বাস না দাঁড়িয়ে একবার চক্কর কেটে তা আবার গন্তব্যের দিকে ফিরে যাওয়া নিয়ে সরকারের আধিকারিকেরা আলোচনা করেছিলেন। কিন্তু বাস মালিকদের বক্তব্য, বাস শ্রমিকেরা দীর্ঘ পথ গাড়ি চালিয়ে শৌচালয়ের সময়ও যদি না পান তাহলে তা অমানবিক চিন্তাভাবনা।
ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরে যাওয়ার সিদ্ধান্ত হলে, তা যে যাত্রীরা মোটেই মন থেকে মানতে পারবেন না স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ধর্মতলায় এসে বাস ধরার যে সুবিধা, অন্য জায়গায় সেই সুবিধা কি আদৌ মিলবে? ট্রেন, মেট্রো, সড়ক পথ কিংবা জলপথ, ধর্মতলাকে যেভাবে সংযুক্ত করে আর কোথাও কি সেই সংযোগ পাওয়া যাবে?
বাস মালিকদের বক্তব্য, আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে তাঁরা সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত। তবে তার জন্য বাস মালিকদের দিকটিও ভাবতে হবে। ধর্মতলা শহরের প্রাণকেন্দ্র। সেখান থেকে বিকল্প টার্মিনাস এমন কোথাও হতে হবে, যেখানে গেলে যাত্রী পরিষেবাও ব্যাহত হবে না।