কলকাতা: খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ। মুক্তিপণ দাবি করে বাড়িতে ফোন। তবে লালবাজারের অ্যান্টি রাউডি স্কোয়াড ও তিলজলা থানার যৌথ অভিযানে উদ্ধার করা হয় সেই ব্যবসায়ীকে। পুলিশ তদন্তে নেমে মুকুন্দপুরের একটি হোটেল থেকে উদ্ধার করে তাঁকে।
তিলজলার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম মহম্মদ ইরফান। পুলিশ সূত্রে খবর, তিলজলার ওই ব্যবসায়ী নরেন্দ্রপুর এলাকায় একটি কল সেন্টার চালাতেন। কিছুদিন আগেই পুলিশ অভিযান চালিয়ে ওই কল সেন্টারটি বন্ধ করে দেয়।
অভিযোগ, তিলজলার ওই ব্যবসায়ী একজনের কাছ থেকে ব্যবসার জন্য ১৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই টাকা কিছুতেই পরিশোধ করেছিলেন না। অভিযোগ, এরপরেই ওই ব্যক্তি টাকা আদায়ের জন্য ওই ইরফানকে অপহরণের পরিকল্পনা করেন বলে অভিযোগ। এরপরই কয়েকজনের সঙ্গে পরিকল্পনা করে ২১ তারিখ সন্ধ্যায় ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ।
অপহরণের পর ইরফানের বাড়িতে ফোন করে ১২ লক্ষ টাকা মুক্তিপণেরও দাবি করা হয়। ব্যবসায়ীর বাবাকে ফোনে জানানো হয়, ছেলেকে ফেরত পেতে হলে ১২ লক্ষ মুক্তিপণ দিতে হবে। অভিযোগ, টাকা না দিলে ছেলেকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। এরপরই পুলিশে অভিযোগ জানায় পরিবার। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। এখনও ৮ জন নিখোঁজ।