লেকটাউনে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

রাকেশ সিং নামে ওই ব্যবসায়ীকে আরজি কর ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে।

লেকটাউনে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Dec 31, 2020 | 8:59 AM

কলকাতা: শহরে চলল গুলি। বুধবার রাতে লেকটাউনের বসাক বাগানে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রাকেশ সিং নামে ওই ব্যবসায়ীকে আরজি কর ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। পারিবারিক অশান্তিই নেপথ্যে বলে লেকটাউন থানা সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে প্রভাবশালী তৃণমূল নেতা ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই হানা

গুলিবিদ্ধ ব্যবসায়ী রাকেশ সিং।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বসাক বাগানের ব্যবসায়ী রাকেশ সিংয়ের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। মেয়ে বিহারের। কিন্তু পরে পারিবারিক কারণে তা ভেঙে যায়। অভিযোগ, এই বিয়ে ভেঙে যাওয়ার নেপথ্যে ছিলেন রাকেশ সিংই। এরপরই বুধবার রাতে পরিবারের লোকজন রাকেশের বাড়িতে আসেন বলে অভিযোগ। প্রথম থেকেই এই আলোচনা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত ছিল। কথা কাটাকাটি চরমে উঠলে রাকেশকে লক্ষ্য করে একজন গুলি চালায় বলে অভিযোগ। পেটের বাঁদিকে তা লাগে।

আরও পড়ুন: বর্ষবরণের উল্লাস যেন সীমা না ছাড়ায়, সতর্ক করলেন মুখ্যসচিব

সঙ্গে সঙ্গে রাকেশকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ট্রমা কেয়ার ইউনিটে রাখা হয়। আঘাত গুরুতর হলেও তিনি স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিস।