বর্ষবরণের উল্লাস যেন সীমা না ছাড়ায়, সতর্ক করলেন মুখ্যসচিব

কোভিড সংক্রমণের আশঙ্কা বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। অবস্থা বুঝে বুধবারই সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে

বর্ষবরণের উল্লাস যেন সীমা না ছাড়ায়, সতর্ক করলেন মুখ্যসচিব
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 7:03 PM

কলকাতা: কোভিড সংক্রমণের আশঙ্কা বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। অবস্থা বুঝে বুধবারই সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। যার পরিপ্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠক করে বর্ষবরণ উদযাপনের (New Year Celebration) জন্য একাধিক বিধি বেঁধে দিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। কেন্দ্রের চিঠিতে প্রয়োজনে নাইট কার্ফুর পরামর্শ দেওয়া হলেও এখানে তা দরকার নেই বলেই জানিয়েছেন মুখ্যসচিব।

রাজ্য তথা শহরবাসীর উদ্দেশে আলাপনের আবেদন, “শান্ত ও সংযতভাবে বর্ষবরণ পালন করুন। মানুষ যদি একটু বুঝে চলা ফেরা করেন তবে খুব ভাল। সকলকে অনুরোধ, মাস্ক ব্যবহার করুন। ভিড় এড়িয়ে চলুন। যথাসম্ভব, শান্ত, সংযতভাবে বর্ষবরণ পালন করুন।” তিনি আরও জানিয়েছেন, “পুলিসকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। ট্রাফিক বুথগুলি সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে। তবে নাইট কার্ফুর জল্পন উড়িয়ে তিনি জানান, আমাদের এখানে নাইটকার্ফু জারি করার মতো পরিস্থিতি নয়। এতটাও উল্লসিতভাবে এখানে বর্ষবরণ হয় না।”

আরও পড়ুন: একটি বা দু’টি নয়, দেশে মিলল ১৯ ধরনের নতুন স্ট্রেনের খোঁজ, একটি আবার ‘বিপজ্জনক’!

উল্লেখ্য, এদিনই সকল রাজ্যের মুখ্যসচিবদের স্বাস্থ্য সচিব লেখেন, শীতের মরসুমে বর্ষবরণ-সহ অন্যান্য উৎসবে ‘সুপার স্প্রেডার’ হতে পারে, এই ধরনের অনুষ্ঠানের উপর বিশেষভাবে নজর দিতে হবে, এবং সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজন হলে যাতে নাইট কার্ফু জারি করা হয়, সেই উপদেশও ছিল চিঠিতে।

আরও পড়ুন: প্রয়োজনে বর্ষশেষে নাইট কার্ফু! মুখ্যসচিবদের পরামর্শ কেন্দ্রের