Sujay Krishna Bhadra: বাইপাস সার্জারি হবে ‘কালীঘাটের কাকু’-র, কার্ডিওলজি বিভাগ থেকে করা হল স্থানান্তর

Sourav Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 30, 2023 | 12:09 PM

Sujay Krishna Bhadra: যদিও, এই অসুস্থতার মধ্যেই জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। পছন্দের হাসপাতালে বাইপাস সার্জারি করতে চান তিনি। সেই কারণে অন্তবর্তী জামিন চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর্জি জানান 'কালীঘাটের কাকু'।

Sujay Krishna Bhadra: বাইপাস সার্জারি হবে কালীঘাটের কাকু-র, কার্ডিওলজি বিভাগ থেকে করা হল স্থানান্তর
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে স্থানান্তরিত করা হল এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগ থেকে। বাইপাস সার্জারির জন্য তাঁকে স্থানান্তরিত করা হল।

যদিও, এই অসুস্থতার মধ্যেই জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। পছন্দের হাসপাতালে বাইপাস সার্জারি করতে চান তিনি। সেই কারণে অন্তবর্তী জামিন চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর্জি জানান ‘কালীঘাটের কাকু’। এর আগেও একই আবেদন নিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় কোর্ট। এ দিন, বাইপাস সার্জারির জন্য ‘কালীঘাটের কাকু’-কে কার্ডিওলজি বিভাগ থেকে সিটিভিএসে স্থানান্তরিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে স্ত্রী বানী ভদ্রকে হারান সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর শেষকৃত্যে অংশ নিতে প্যারলে বাড়ি ফেরেন তিনি। তবে প্যারল শেষে জেলে ফেরার দিনই শারীরিক অসুস্থতা বোধ করেন সুজয়কৃষ্ণ। তাঁর বুকে পেসমেকার বসানো হয়। এসএসকেএম সূত্রে খবর, ‘কালীঘাটের কাকু’-র আর্টারিতে ব্লকেজ রয়েছে। করা হয়েছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। ট্রিপল ভেসেল ডিজিজে আক্রান্ত সুজয়কৃষ্ণ ভদ্র।

 

Next Article