C M Mamata Banerjee: দলের হাল ধরতে ময়দানে মমতা, কালীঘাট থেকে জেলার নেতাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 10, 2024 | 9:13 AM

C M Mamata Banerjee: এ দিনের বৈঠক হবে পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে। তবে তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন কি থাকবেন না। তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত বৈঠকে থাকা নিয়ে অভিষেকের কোনও বার্তা যায়নি বলে সূত্রের খবর।

C M Mamata Banerjee: দলের হাল ধরতে ময়দানে মমতা, কালীঘাট থেকে জেলার নেতাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পাখির চোখ লোকসভা ভোট। তাই দলীয় সংগঠনের হাল ধরে আসরে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে শুরু হচ্ছে দলের জেলাওয়াড়ি বৈঠক। মমতা নিজেই জেলাওয়াড়ি বৈঠকের নেতৃত্ব দেবেন। ‘নবীন-প্রবীণ’ বিতর্কের মধ্যেই ঘাসফুল শিবিরের পর্যালোচনা বৈঠক হচ্ছে।

এ দিনের বৈঠক হবে পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে। তবে তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন কি থাকবেন না। তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত বৈঠকে থাকা নিয়ে অভিষেকের কোনও বার্তা যায়নি বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, আজ বিকেল চারটে নাগাদ কালীঘাটে অর্থাৎ নিজের বাসভবন থেকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন সুপ্রিমো। এরপর ধাপে ধাপে অন্যান্য জেলার নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে শুধু বৈঠকই নয়। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ থাকতে পারেন মমতা। চলতি মাসের শেষ সপ্তাহে কোচবিহারে সভা করার রয়েছে তাঁর। প্রশাসনিক সভার পাশাপাশি কর্মি সভাও করতে পারেন তিনি।

অপর দিকে, আগামী ১ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারে রিভিউ বৈঠক করবেন তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঠকে থাকবেন জেলাশাসক,বিডিও, পঞ্চায়েত প্রধান থেকে পুর প্রধানরাও। আমতলা নব নির্মিত অডিটোরিয়ামে হবে এই রিভিউ বৈঠক।

Next Article