AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Valley Case: ‘কীভাবে টাকা তুলে নিল?’, হাইকোর্টে রোজভ্যালি মামলা, ED-CBI-র পর SEBI পেল বড় দায়িত্ব

HC Directs SEBI on Rose Valley: রোজভ্যালির টাকা ফেরত মামলার শুনানি। সেখানেই টাকা ফেরানোর দায়িত্ব থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে সেবিকে একটি ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Rose Valley Case: 'কীভাবে টাকা তুলে নিল?', হাইকোর্টে রোজভ্যালি মামলা, ED-CBI-র পর SEBI পেল বড় দায়িত্ব
রোজভ্যালি মামলা Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 19, 2025 | 5:46 PM
Share

কলকাতা: রোজভ্যালি নিয়ে দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-কে এক গুচ্ছ নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের (Calcuta High Court)। কত সম্পত্তি বাজেয়াপ্ত হল, কত বিক্রি হল, কত টাকা সাধারণ মানুষকে ফেরত দেওয়া হল, সেই সব নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সেবি-কে (SEBI)। আদালতের নির্দেশ, সিবিআই, ইডি তদন্ত করছে। কিন্তু তার কোনও ফরেন্সিক অডিট হচ্ছে না। তাই সেবিকেই এই দায়িত্ব নিতে হবে।

শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চেই চলছিল রোজভ্যালির টাকা ফেরত মামলার শুনানি। সেখানেই টাকা ফেরানোর দায়িত্ব থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে সেবিকে একটি ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এছাড়াও রোজভ্যালির ১০টি সম্পত্তি বিক্রি সংক্রান্ত একটি রিপোর্ট দিতে সেবি-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court)। তাতে বলা হয়েছে, বাজারদরের তুলনায় কত বেশি বা কম দামে সম্পত্তি বিক্রি হয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট তুলে পেশ করতে হবে। পাশাপাশি, চকোলেট গোষ্ঠী কীভাবে এডিসি কমিটিকে অর্থ তুলে দিল, সেই প্রসঙ্গেও সেবিকে হিসেবনিকেশ তুলে ধরার নির্দেশ দিয়েছে আদালত। বলে রাখা ভাল, এই চকোলেট গোষ্ঠীই হচ্ছে রোজভ্য়ালির পরবর্তী রূপ। নাম পরিবর্তন করে চকোলেট গ্রুপ অব হোটেলস-র ব্য়বসা শুরু করে তারা।

অবশ্য, আদালতে সেবি-কে দেওয়া বাড়তি দায়িত্বের বিরোধিতা করেছে রোজ ভ্য়ালির টাকা ফেরত দেওয়ার জন্য তৈরি এডিসি কমিটির আইনজীবী। তাদের সওয়ালকারীর যুক্তি, ‘আদালত চাইলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে অডিট করাতে পারে। তবে সেবি একাউন্টস ব্যাপারে বিশেষজ্ঞ নয়।’ পাল্টা বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘মানুষের মনে ধারণা হচ্ছে সিবিআই, ইডি তাদের তদন্ত করছে। তার মধ্যে ফরেনসিক অডিট নেই। সেবি-র স্পেশাল উইং আছে অ্যাকাউন্টসের। তাই এই ব্যাপারে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে।’