HC: ‘আবেদনের আগে…’, কুন্তল ঘোষকে সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

HC: কুন্তলের বক্তব্য ছিল, তাঁর সই নিয়েছে সিবিআই। সেটি সিএফএসএল-এ (CFSL) পাঠানো হয়েছে। সিএফএসএল যাতে তাদের কপি তাঁকেও পাঠায় সেই আর্জিই সিবিআই কোর্টে জানায় কুন্তল ঘোষ। যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, যা কিছু আবেদন করা হবে তার অনুমতি দেবে হাইকোর্ট। তাই তাঁর আবেদন হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়।

HC: 'আবেদনের আগে...', কুন্তল ঘোষকে সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
কুন্তল ঘোষের আবেদন নিয়ে শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 4:25 PM

কলকাতা: কুন্তল ঘোষকে সতর্ক করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোনও আবেদন করার আগে সতর্ক হয়ে করতে হবে বলে জানান তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ। তাঁর গ্রেফতারি ইস্তক এজেন্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি করেছেন। যা নিয়ে হইচই কম হয়নি। এরইমধ্যে কুন্তল একটি আবেদন করেন নিম্ন আদালতে।

কুন্তলের বক্তব্য ছিল, তাঁর সই নিয়েছে সিবিআই। সেটি সিএফএসএল-এ (CFSL) পাঠানো হয়েছে। সিএফএসএল যাতে তাদের কপি তাঁকেও পাঠায় সেই আর্জিই সিবিআই কোর্টে জানায় কুন্তল ঘোষ। যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, যা কিছু আবেদন করা হবে তার অনুমতি দেবে হাইকোর্ট। তাই তাঁর আবেদন হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়।

সিবিআই এদিন আদালতে জানায় কুন্তলের বাজেয়াপ্ত সামগ্রী ইডির কাছে আছে। ফলে সিবিআই কোনও হাতের লেখা কোথাও পাঠায়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, কুন্তলের এই আবেদনের কোন যথার্থতা নেই। ভবিষ্যতে কুন্তলকে সতর্ক থাকতে হবে এই ধরনের আবেদনের ক্ষেত্রে। এছাড়াও এই ধরনের অভিযুক্তরা আইনজীবী মারফত হাতের লেখায় বিভিন্ন আবেদন করছেন। সেগুলি প্রায় পড়া অসম্ভব। কুন্তল-সহ বাকিদের এই ধরনের সব আবেদন যাতে ভালভাবে টাইপ করা হয় তারও নির্দেশ দেন। ভবিষ্যতে এই ধরনের হাতের লেখা আবেদন গ্রহণ করা হবে না সিবিআই কোর্টে। পরের শুনানি ৮ ফ্রেবরুয়ারি।