Calcutta High Court: ‘সরকারি আইনজীবী হয়েও কীভাবে অপরাধীর হয়ে সওয়াল?’, অর্জুন সিং মামলায় কেন ক্ষুব্ধ বিচারপতি?
Calcutta High Court: বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, তেমন কোন গুরুত্বপূর্ণ কারণ থাকলে সরকারকে বিশেষ অনুমতি দিতে হবে। এবিষয়ে রাজ্য সরকারের জবাব তলব করেন তিনি। এর আগে এস এস সি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে আসেন প্রধান সরকারি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
কলকাতা: অর্জুন সিংয়ের মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে সরকারি আইনজীবী। সরকারি আইনজীবী হয়ে কীভাবে অপরাধীর হয়ে সওয়াল? রাজ্যের কাছে জবাব তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অর্জুন সিংয়ের মামলায় রাজ্যের কাছে জবাব তলব করল আদালত।
এক মহিলা সরকারি আইনজীবী ওই মামলায় নমিত সিং নামের এক অভিযুক্তের হয়ে সওয়াল করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, “এটায় অনুমোদন দেওয়া যায় না। সব কিছুর একটা নিয়ম থাকে। যেখানে রাজ্য অপরাধীদের বিষয়ে তদন্ত করে গুরুত্বপূর্ণ নথি দেবে, সেই কেস ডায়েরি সরকারি আইনজীবীদের কাছে থাকে।”
বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, তেমন কোন গুরুত্বপূর্ণ কারণ থাকলে সরকারকে বিশেষ অনুমতি দিতে হবে। এবিষয়ে রাজ্য সরকারের জবাব তলব করেন তিনি। এর আগে এস এস সি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে আসেন প্রধান সরকারি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেদিনও একই প্রশ্ন করেন। পরে আর কখনই এজিকে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে মামলা করতে দেখা যায়নি। সেই ঘটনা মনে করিয়ে দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আইনজীবী শবনম দে-কে বলেন, “সরকারি রিটেনারশিপ গ্রহণ করলে প্রাইভেট প্র্যাক্টিস করা যায় না।”
প্রসঙ্গত, চার বছরের পুরনো একটি মামলায় অর্জুন সিংকে তলব করে সিআইডি। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। অন্যদিকে বাড়ির সামনে বোমাবাজির পুরনো একটি মামলায় নমিত সিং নামে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অর্জুন। সেই মামলাতেই সরকারি আইনজীবী নমিতের হয়ে সওয়াল করেন। তাতেই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন তিনি।