Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NKDA: এনকেডিএ ‘না’ বললেও দুর্গাপুজোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

Durga Puja: এর আগের শুনানিতে এই পুজো করতে না দেওয়ার কারণ হিসাবে মামলাকারী প্রশ্ন তোলেন, এনকেডিএ কর্তা দেবাশিস সেনের স্ত্রী এখানে পুজো করেন। সেই পুজোর জৌলুস যাতে না কমে সে কারণেই কি অনুমতি দেওয়া হচ্ছে না?

NKDA: এনকেডিএ 'না' বললেও দুর্গাপুজোর নির্দেশ কলকাতা হাইকোর্টের
নিউটাউন মেলা প্রাঙ্গণে মানবজাতি কল্যাণ সমিতিকে দুর্গাপুজোর নির্দেশ আদালতের।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 4:18 PM

কলকাতা: নিউটাউন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজো করার অনুমতি দেয়নি নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ (NKDA)। এরপরই পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা। শুক্রবার সেই মামলার রায়দান ছিল। আদালত নির্দেশ দেয়, নিউটাউন মেলা প্রাঙ্গণে ‘মানবজাতি কল্যাণ সমিতি’ দুর্গাপুজো করবে। শুধু তাই নয়, এই পুজো তারা বিনা শর্তেই করতে পারবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। বিচারপতির নির্দেশ, শুধুমাত্র জায়গার ভাড়াটুকু নিয়ে পুজোর অনুমতি দিতে হবে এনকেডিএকে।

মামলাকারীদের বক্তব্য, গতবছর মানবজাতি কল্যাণ সমিতি নিউটাউন বাস স্ট্যান্ডে পুজোর অনুমতি চাইলে তা নাকচ করে দিয়েছিল এনকেডিএ। পরবর্তীকালে আদালতের নির্দেশে মেলা প্রাঙ্গণে পুজোর অনুমতি দেওয়া হয়। এই বছর আবার মেলা প্রাঙ্গণে পুজোর অনুমতি চাইলে তা দিতে চায়নি এনকেডিএ। তারপরেই আদালতে যান পুজো উদ্যোক্তারা।

এর আগের শুনানিতে এই পুজো করতে না দেওয়ার কারণ হিসাবে মামলাকারী প্রশ্ন তোলেন, এনকেডিএ কর্তা দেবাশিস সেনের স্ত্রী এখানে পুজো করেন। সেই পুজোর জৌলুস যাতে না কমে সে কারণেই কি অনুমতি দেওয়া হচ্ছে না? সেদিন হিডকো ও এনকেডিএর তরফে আইনজীবী জানিয়েছিলেন, গতবার ব্যতিক্রমীভাবে পুজোর অনুমতি দেওয়া হয়েছিল। উদ্যোক্তারা বাস স্ট্যান্ডে পুজো করতে চেয়েছিলেন, আদালত মেলা প্রাঙ্গণে করার অনুমতি দেয়। কারণ সেখানে অনুমতি দিলে ট্রাফিকের সমস্যা হতো। এছাড়া প্রত্যেক হাউজিংয়েরও পুজো হয়।

এরপরই বিচারপতি জানতে চান, তাহলে এ বছর সেই জায়গায় অনুমতি দিতে সমস্যা কীসের? কোনও স্পষ্ট জবাব দিতে পারেনি সরকারি আইনজীবী। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত ছিল। শুক্রবার সেই রায়দান হল। এ প্রসঙ্গে এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “আদালতের নির্দেশ এখনও হাতে পাইনি। আসুক।”