কলকাতা: নিরাপত্তা কেন কমানো হল, সেই প্রশ্ন তুলেই রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের তরফে তাঁকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়। তা সত্ত্বেও কেন তিনি অতিরিক্ত নিরাপত্তা চাইছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল হাইকোর্টে। আজ, বুধবার ছিল সেই মামলার শুনানি। কেন বেশি নিরাপত্তা চাইছেন শুভেন্দু, সেই প্রশ্ন এ দিন আদালতে তোলেন বিচারপতি। অন্যদিকে, নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য কেন কোনও সংযোগ রাখছে না, সেই প্রশ্নের জবাব তলব করেন বিচারপতি। আগামিকাল, রাজ্যকে সেই জবাব দিতে হবে।
এ দিন বিচারপতি শিবকান্ত প্রসাদ জিজ্ঞেস করেন, জেড ক্যাটাগরি পাওয়ার পরও কেন আরও নিরাপত্তা প্রয়োজন? শুভেন্দুর আইনজীবী ব্যখা করেন, এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পেতে রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়। এরপরই বিচারপতি রাজ্যকে বলেন, ‘উনি একজন বিরোধী দলনেতা। কোনও সরকারি কর্মচারি নন। সেটা রাজ্যকে ভুললে চলবে না। কাজের জন্য বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়।’ তাই রাজ্য কেন সংযোগ রাখছে না, আগামিকাল, বৃহস্পতিবার তারই উত্তর দিতে হবে রাজ্য সরকারকে।
আরও পড়ুন: টাটার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল, বড় ঘোষণা মমতার
পাইলট কার কেন তোলা হয়েছে, সেই প্রশ্ন করেই মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন জনসভায় তাঁকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, মাঝপথে পাইলট কার তুলে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তাঁর। শুভেন্দুর পক্ষের আইনজীবীর দাবি আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব, তাই কেন্দ্রের নিরাপত্তার থাকলেও বিরোধী দলনেতা হিসেবে নিরাপত্তা দেওয়া প্রয়োজন শুভেন্দুকে। আবেদনপত্রে শুভেন্দু জানিয়েছেন, গত ১৮ মে তাঁর রাজ্য পুলিশের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। পাইলট কার, রুট লাইনিং ও সভাস্থলে নজরদারির জন্য রাজ্য পুলিশের সহযোগিতাও চেয়েছেন তিনি।