Calcutta University: ‘আমি কারোও কোনওদিন ইয়েস ম্যান নই, ইয়েস ম্যান হয়ে গদি টেকাতেও চাই না’

VC of Calcutta University: এ দিন, শান্তা দত্ত বলেন, "আমি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নই। আমি সব দলকে দেখেছি। সরকার পক্ষপাত হয়। কিন্তু এরা এক ধাপ এগিয়ে যাচ্ছে দেখছি।" উপাচার্যের মুখে উঠে আসে বাম জমানার প্রসঙ্গও।

Calcutta University: আমি কারোও কোনওদিন ইয়েস ম্যান নই, ইয়েস ম্যান হয়ে গদি টেকাতেও চাই না
শান্তা দত্ত, ভারপ্রাপ্ত উপাচার্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 05, 2025 | 5:52 PM

কলকাতা:আমি কারওই ইয়েস ম্যান নই…‘ সোজা-সাপ্টা আবারও মন্তব্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের। বেশ কয়েকদিন ধরেই পরীক্ষার তারিখ ফেলা নিয়ে তৃণমূল সরকারের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়েছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধও তিনি ফিরিয়েছেন। আর তারপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।

এ দিন, শান্তা দত্ত বলেন, “আমি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নই। আমি সব দলকে দেখেছি। সরকার পক্ষপাত হয়। কিন্তু এরা এক ধাপ এগিয়ে যাচ্ছে দেখছি।” উপাচার্যের মুখে উঠে আসে বাম জমানার প্রসঙ্গও। তিনি বলেন, “আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কারা যেন ঘেউঘেউ করছে…। আমি কিন্তু ৬ টি মেডেল নিয়েছি। সোনার মেডেল আমার ঘরে আছে। এটা সবাই পায় না। এই এত মেডেলের পরও বাম জমানাতে আমায় কোর্টে যেতে হয়। বাম জমানায় এই ঘর থেকে কুকুরের মত তাড়িয়ে দেওয়া হয়েছিল সেটা ভুলিনি। আমি লড়াই করে বাতিল করে দিয়েছিলাম।”

এ দিন তিনি বলেন, “ইতিহাস ফিরে আসে। কারণ সব দল ইয়েস ম্যান চায়। আমি কারোও কোনওদিন ইয়েস ম্যান নই। ইয়েস ম্যান হতেও চাই না আর ইয়েস ম্যান হয়ে গদি টেকাতেও চাই না ৷ শিক্ষাবিদ হিসাবে সবার ভালবাসা পাই।” তাঁর বক্তব্য, তৃণমূলের সবাই খারাপ নয়। বলেন, “এখানকার তৃণমূলের ছাত্ররা সবাই ভালবাসে আমায়। শুধু বলেছি পতাকা বাইরে ফেলে আসবি। ওরা তাই করে। খারাপও আছে। কিন্তু দশ-পনেরোটা আছে। তারা সামনে আছে।”