
কলকাতা: বাজেটে ক্যানসার নিরাময়ে জোর দিয়েছে কেন্দ্র। শনিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, দেশের ২০০টি জেলায় ক্যানসার সেন্টার তৈরি হবে। এবার এই নিয়েই প্রতিক্রিয়া দিলেন প্রবীণ ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায়। তাঁর পরিষ্কার বক্তব্য শুধু ডে-কেয়ার করে কিছু হবে না। ক্যানসার চিকিৎসায় জেলায় আগে পরিকাঠামো বদলাতে হবে। উন্নত পরিকাঠামো তৈরি করতে হবে।
সুবীরবাবু বলেন, “ডে কেয়ার ইনডোরের বিকল্প নয়। ইনডোরে রোগী থাকেন। ডে কেয়ার আউটডোরের মতো। এখন ডে কেয়ার সব জায়গায় আছে। এতে ইনডোরের উপর চাপ কমে। এটা ভাল জিনিস। ওরা বলছে, জেলায় ডে কেয়ার করবে। ভাল কথা। কেন করা হচ্ছে? কারণ সেখানকার মানুষ ক্যানসার চিকিৎসার পরিষেবা পান না। ক্যানসার চিকিৎসক কোথায় জেলায়?” এরপর উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে বলেন, “যদি ধরি কোচবিহারের কারও ক্যানসার হল, একজন ইনটারভেনশন রেডিয়োলজিস্ট লাগবে। নেই। সেই কলকাতায় আসতে হবে। এবার হয়ত ডাক্তার বলল আপনি রেডিয়োথেরাপি করুন। তারপর কেমোথেরাপি হবে। ওই ব্যক্তি রেডিয়োথেরাপি কোথায় করবেন? নেই। শুধু কেমোথেরাপির জন্য কোচবিহার যাবেন? কারণ তাঁর তো বিশ্বাসটাই চলে গিয়েছে যে কোচবিহারে ভাল পরিষেবা নেই।”
তিনি বলেন, “সুতরাং জেলার অন্যান্য পরিকাঠামো যদি ভাল করে উন্নত না করে, তাহলে হবে না। আর ক্যানসার শুধু ডে কেয়ারের ব্যাপার নয়। এটা সামগ্রিক। বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসক লাগে। অনেক পরিকাঠামো লাগে।” তিনি এও বলেন, “রাজ্য সরকার যেমন মেডিক্যাল কলেজগুলিতে ক্যানসার সেন্টার করে রেখেছে। সেখানে কী হয়? কিছুই হয় না। সুতরাং, জেলায় পরিকাঠামো উন্নত না করা যায়, পূর্ণাঙ্গ ক্যান্সার পরিষেবা দিতে পারবে না। জেলায় জেলায় ডে কেয়ারে ক্যান্সার সার্জনদের উপস্থিতিও সুনিশ্চিত করতে হবে। চিকিৎসক না থাকলে রোগীকে সেই কলকাতাতেই আসতে হবে।”
একই সঙ্গে বাজেটে স্বাস্থ্যখাতে যা ঘোষণা হয়েছে তাকে স্বাগত জানিয়ে বিশিষ্ট এই চিকিৎসক বলেন, “ক্যানসার হলে মানুষের আর্থিকভাবে চাপ বাড়ে। এই উদ্যোগ নেওয়া হলে ভীষণ ভাল। কিন্তু কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ থাকে। কারণ, গতবারই এই অর্থমন্ত্রী বলেছেন, স্কুলপড়ুয়াদের সারভাইক্যাল ক্যানসারের টিকা বিনামূল্যে দেওয়া হবে। এক বছর হল আর উচ্চ বাচ্য নেই। তাই সরকারি ঘোষণা হয়, অনেক ক্ষেত্রেই দেখি বাস্তবের মিল নেই। তাই বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমি উচ্ছ্বসিত নই।”
উল্লেখ্য, এ দিনের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশের প্রতিটি জেলায় ক্যানসার সেন্টার তৈরি করা হবে। আগামী ৩ বছরের মধ্যে ২০০টি জেলায় ক্যানসার সেন্টার তৈরি করা হবে। জেলা হাসপাতালগুলিতে এই ক্যানসার সেন্টার তৈরি করা হবে। ২০০টি কেন্দ্র স্থাপন করা হবে।