
কলকাতা: কলকাতায় বসে ঘুষ নিতে গিয়ে সিবিআই-এর হাতে পাকড়াও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান তপন কুমার জানা। সকাল থেকেই চিকিৎসকের বর্ধমানের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। আর এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে হাওয়ালাযোগ! সিবিআই সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে আসা ১০ লক্ষ টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে চিকিৎসকরে।
সিবিআই সূত্রে খবর, শনিবার উত্তর কলকাতার একটি জায়গায় আর্থিক লেনদেন হওয়ার সময় পাকড়াও করা হয় চিকিৎসককে। কর্ণাটকের বেলগাভির একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নিতে গিয়েছিলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তপনকুমার জানা জাতীয় চিকিৎসা কমিশনের মূল্যায়নকারী হিসেবেও রয়েছেন।
নিজের পদের অপব্যবহার করে কর্ণাটকের ওই বেসরকারি মেডিক্যাল কলেজকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নিচ্ছিলেন বলেই অভিযোগ। অন্যদিকে তাঁর বর্ধমানের বাড়ি এবং অন্য বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আরও ৪৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর। এখনও পর্যন্ত চিকিৎসকের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৫৪ লক্ষ টাকা।
চিকিৎসকের স্ত্রী বলেন, “সিবিআই এসে বলল, সার্চ করব, ওয়ারেন্ট রয়েছে। আমাকে কারণ সম্পর্কে কিছুই বলেনি। কী কী নিয়ে গিয়েছে, তা সিবিআই আমাকে বলতে বারণ করেছে।”