
কলকাতা: ট্যাংরা শিল্পতালুকে সিবিআইয়ের হানা। ভারা টেকনোলজি নামের সংস্থার অফিসে সিবিআই তল্লাশি। সূত্রের খবর, কানোরিয়া ফাউন্ডেশনের সঙ্গেও যোগ রয়েছে এই সংস্থার। যে বহুতলে এই অফিস, সেটাও কানোরিয়ার কোম্পানি শ্রেই ফাউন্ডেশনের নামে। একই সঙ্গে এদিন তপসিয়াতেও সংস্থার একটি অফিসে তল্লাশিতে যায় সিবিআই-এর গোয়েন্দারা। ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলার তদন্তে সকাল থেকেই বেশ কয়েক জায়গায় তল্লাশি শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা।
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ৩২Q, নিউ রোড এ সুনীল কানোরিয়ার অফিসে তল্লাশিতে যায় সিবিআই এর একটি দল। সেখানকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানতে পারেন সুনীল কানুরিয়া বর্তমানে ওখানে থাকেন না। কানোরিয়ার পরিবারের বাকি সদস্য থাকেন ওখানে।
কিছু সময় পর সিবিআই আধিকারিকরা ৭ নম্বর আলিপুর অ্যাভিনিউতে সুনীল কানোরিয়ার অন্য একটি অফিসে যায়। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ১ হাজার কোটি টাকার স্কিম দেখিয়ে প্রতারণার অভিযোগ। ‘শ্রেই ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স প্রাইভেট লিমিটেড’ নামে সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া এবং হেমন্ত কানুরিয়ার বিভিন্ন অফিস এবং বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
উল্লেখ্য, চলতি মাসেই কয়লা কেলেঙ্কারি মামলায় ইডি আধিকারিকরা মোট ১০ জায়গায় তল্লাশি চালিয়েছিলেন। তার মধ্যে ছিল IPAC কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসেও। সেখানে তল্লাশির সময়ে নজিরবিহীন ঘটনা ঘটে। তল্লাশির মাঝেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নথি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। শাকসদলের নেতারা প্রথম থেকেই অভিযোগ করছেন, ভোটের আগেই এভাবে কেন্দ্রীয় এজেন্সি পুরনো মামলার কাটাছেড়া শুরু করে।