CBI in Jalpaiguri: বৃহস্পতির সকালে হঠাৎ পুলিশ কর্মীর বাড়িতে হাজির CBI, কেন?

CBI: স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি রেসর্কোস পাড়ার বাসিন্দা কানাই দাস। তিনিও প্রাক্তন পুলিশ কর্মী। বৃহস্পতিবার সকালে তাঁরই বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। কানাইবাবুর ছোট ছেলে দীপঙ্কর দাস।

CBI in Jalpaiguri: বৃহস্পতির সকালে হঠাৎ পুলিশ কর্মীর বাড়িতে হাজির CBI, কেন?
সিবিআই তল্লাশিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 08, 2025 | 10:52 AM

কলকাতা: যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি চলছে। পাকিস্তানকে মোক্ষম জবাব দিচ্ছে ভারত। এই আবহের মধ্যেই নিজের কাজ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। বৃহস্পতিবার জলপাইগুড়িতে এক পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা।

স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি রেসর্কোস পাড়ার বাসিন্দা কানাই দাস। তিনিও প্রাক্তন পুলিশ কর্মী। বৃহস্পতিবার সকালে তাঁরই বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। কানাইবাবুর ছোট ছেলে দীপঙ্কর দাস। তিনি আবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তারক্ষীর কাজ করেন। পরিবারের দাবি, মাদক সংক্রান্ত মামলায় এসেছিলেন গোয়েন্দারা। দীপঙ্করের দাসের বড় ভাই দীবস দাস। তিনি বেসরকারি সংস্থায় কর্মরত। দাদা দিবস দাস জানিয়েছেন, তার ভাই পুলিশ। তাঁরই ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনও বিষয়ে এসেছেন।

এ দিন দিবস দাস বলেন, “আমার ভাইয়ের খোঁজে কয়েকজন এসেছেন। তাঁরা ইডি না সিবিআই কিছু জানি না। শুধু শুনলাম বিভাগীয় কিছু কাজ কর্ম রয়েছে। সেই নিয়েই বোধহয় কথা বার্তা বলতে এসেছে। কিন্তু কারা এসেছে ঠিক বলতে পারছি না। তবে এর থেকে বেশি কিছু বলতে পারব না।”