
কলকাতা: মাঘের শীত আর বাঘের গায়ে লাগছে না। সরস্বতী পুজোর সকালে শীতের আমেজ বাড়লেও, বেলা বাড়লেই আবহাওয়ায় (Weather Update) ফের পরিবর্তন হবে। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে পশ্চিমী ঝঞ্চার কারণে, তাই বিগত কয়েক দিনে কলকাতা সহ গোটা বাংলার তাপমাত্রাও বেড়েছে। তবে কি জানুয়ারি মাসের শেষেই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত? নাকি ফেব্রুয়ারিতে হালকা শীতের আমেজ থাকবে, তার আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস।
আজ ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর সকালে শীতের আমেজ হালকা বাড়ল। এক ডিগ্রির থেকে বেশি কমল কলকাতার তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া অফিস বলছে, সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত উধাও হবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। তারপরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমবে। উত্তরবঙ্গের দু-এক জায়গায় ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মধ্য পাকিস্তানের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশনের থেকে। এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত হয়েছে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। অন্যদিকে, উত্তর-পূর্ব অসমে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আরব সাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
পূর্বাভাস আগেই ছিল। সেই মতো সরস্বতী পুজোয় কমল তাপমাত্রা। এক ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে আজ ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে কলকাতার তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এক-দু ডিগ্রি ওঠা-নামা করবে তাপমাত্রা।
কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪০ থেকে ৯০ শতাংশ।
আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
সকালে শীতের আমেজ একটু বেড়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে আজকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের তুলনায় এক ডিগ্রিরও বেশি নেমেছে পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে কিছু এলাকার জন্য। প্রায় সব জেলাতেই মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের হবে না। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বর্তমানে তাপমাত্রা রয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।