Shankha Ghosh Death: কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে সভা থেকে শোকবার্তা মমতার

কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে বালুরঘাটের সভা থেকে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত কবি শঙ্খ ঘোষ আজ সকালে তাঁর বাসভবনে প্রয়াত হন। ১৪ এপ্রিল কোভিড রিপোর্ট পজেটিভ আসার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। কবির প্রয়াণে বালুরঘাটে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , “আমাদের অতিপ্রিয় খুব নামজাদা বাংলার গর্ব আমরা হারিয়েছি। আমাদের এক সাহিত্যরত্ন কবিরত্ন শঙ্খ ঘোষকে কিছুক্ষণ আগে। কবির মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা খুবই শোকাহত মর্মাহত। ”