CORONA UPDATE: কোভিড টেস্ট করাতে এসেই সংক্রমণের ভয়!
ছবিঃ TV9 Bangla

CORONA UPDATE: কোভিড টেস্ট করাতে এসেই সংক্রমণের ভয়!

সৌরভ পাল |

Apr 09, 2021 | 11:08 AM

করোনা আক্রান্তকে অটোয় চাপিয়ে নিয়ে আসা হল কলকাতা মেডিক্যাল কলেজে! ঘটনায় চিন্তার ভাঁজ বেড়েছে করোনাবিদদের কপালে। পাশাপাশি সরকারি, বেসরকারি হাসপাতালে ক্রমশ কমছে শয্যাসংখ্যা, সবমিলিয়ে যে পরিস্থিতি ভয়াবহ, তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন করোনাবিদরা।

শিকেয় কোভিডবিধি! করোনা (Corona) টেস্ট করাতে এসে লাইনে ভিড় জমছে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College)। শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না এসএসবি বিল্ডিংয়ে।

এহেন সঙ্কটজনক অবস্থার মাঝেই সম্ভাব্য করোনা আক্রান্তকে অটোয় চাপিয়ে নিয়ে আসা হল কলকাতা মেডিক্যাল কলেজে! ঘটনায় চিন্তার ভাঁজ বেড়েছে করোনাবিদদের কপালে।

করোনার দাপটে লাগাতার আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। কলকাতা, হাওড়া, হুগলী সহ প্রায় সমগ্র রাজ্যেই লাফিয়ে বাড়ছে মারণব্যাধির প্রভাব। পাশাপাশি সরকারি, বেসরকারি হাসপাতালে ক্রমশ কমছে শয্যাসংখ্যা, সবমিলিয়ে যে পরিস্থিতি ভয়াবহ, তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন করোনাবিদরা।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=VZQCYHHcxDc[/embedyt]

Published on: Apr 09, 2021 10:37 AM