
নাম সি ভি আনন্দ বোস। বাবার নাম পি কে বসুদেবন নায়ার। ঠিকানা রাজভবন। ঠিক এইভাবেই অভিযোগপত্রটি লিখেছেন পেশায় আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শাসক দলের সাংসদ। এমন নজির দেশের আর কোথাও কখনও ঘটেছে কি না জানা নেই। কী এমন অপরাধ রাজ্যপালের? রাজ্যপালই বা কেন থানায় নালিশ ঠুকলেন? ভোটের আগে বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে যেন নতুন পালা। ১৭ নভেম্বর সকাল। ঐতিহ্যবাহী রাজভবনের লনে ঘুরে বেড়াচ্ছে স্নিফার ডগ। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে ব্রিটিশ আমলে তৈরি সেই প্রাসাদোপম ভবনের আনাচে-কানাচে। সাংবাদিকদেরও সে দিন অবাধ প্রবেশ। এমন একটি দৃশ্যকে নাটক ছাড়া আর কীই বা বলবেন! ...