EXPLAINED: কেন সম্মুখ সমরে কল্যাণ-বোস? কী আছে FIR-এ!

Kalyan Banerjee-Governor: মৌখিক তরজা তো হয়েই থাকে। সেই জগদীপ ধনখড়ের সময় থেকে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে। কিন্তু বিষয়টাকে আর মৌখিক স্তরে রাখলেন না রাজ্যপাল। তাই বলে ১৫ নভেম্বর সকালে যে এমন দৃশ্য দেখা যাবে, তা ভাবেনি রাজ্যবাসী। রাজভবনেই হাজির পুলিশ, সেন্ট্রাল ফোর্স, বম্ব স্কোয়াড।

EXPLAINED: কেন সম্মুখ সমরে কল্যাণ-বোস? কী আছে FIR-এ!
Image Credit source: GFX- TV9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 23, 2025 | 12:17 PM

নাম সি ভি আনন্দ বোস। বাবার নাম পি কে বসুদেবন নায়ার। ঠিকানা রাজভবন। ঠিক এইভাবেই অভিযোগপত্রটি লিখেছেন পেশায় আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শাসক দলের সাংসদ। এমন নজির দেশের আর কোথাও কখনও ঘটেছে কি না জানা নেই। কী এমন অপরাধ রাজ্যপালের? রাজ্যপালই বা কেন থানায় নালিশ ঠুকলেন? ভোটের আগে বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে যেন নতুন পালা। ১৭ নভেম্বর সকাল। ঐতিহ্যবাহী রাজভবনের লনে ঘুরে বেড়াচ্ছে স্নিফার ডগ। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে ব্রিটিশ আমলে তৈরি সেই প্রাসাদোপম ভবনের আনাচে-কানাচে। সাংবাদিকদেরও সে দিন অবাধ প্রবেশ। এমন একটি দৃশ্যকে নাটক ছাড়া আর কীই বা বলবেন! ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন