Mamata Banerjee: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? লোকসভা ভোটের মুখে বড় ঘোষণা মমতার

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Nov 18, 2023 | 11:05 AM

Mamata Banerjee: পোস্তার এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, বাংলায় তাঁর আমলে কী কী কাজ হয়েছে। তারাপীঠ, চাকলা-সহ বিভিন্ন জায়গাকে যে ঢেলে সাজানো হচ্ছে, সেকথা বললেন তিনি। একইসঙ্গে বললেন, "দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। (পুরীর) জগন্নাথ মন্দিরের যে উচ্চতা, সেই একই উচ্চতায় বানানো হচ্ছে। এপ্রিলের মধ্যে এটি তৈরি হয়ে যাবে।"

Mamata Banerjee: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? লোকসভা ভোটের মুখে বড় ঘোষণা মমতার
দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় ঘোষণা মমতার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে গতকাল দিঘার জগন্নাথ মন্দির নিয়েও বড় খবর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পোস্তা বাজারে এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এপ্রিলের মধ্যেই দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে। পোস্তার এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, বাংলায় তাঁর আমলে কী কী কাজ হয়েছে। তারাপীঠ, চাকলা-সহ বিভিন্ন জায়গাকে যে ঢেলে সাজানো হচ্ছে, সেকথা বললেন তিনি। একইসঙ্গে বললেন, “দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। (পুরীর) জগন্নাথ মন্দিরের যে উচ্চতা, সেই একই উচ্চতায় বানানো হচ্ছে। এপ্রিলের মধ্যে এটি তৈরি হয়ে যাবে।”

উল্লেখ্য,  দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ বেশ কয়েক বছর ধরে চলছে। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছিলেন, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির তৈরির কথা। সেই থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। দায়িত্ব পায় হিডকো। এই মন্দির একবার সর্বসাধারণের জন্য খুলে গেলে, আরও বাড়বে দিঘায় পর্যটকদের ঢল। হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মতো করেই বানানো হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির। আগামী এপ্রিলের মধ্যেই এই জগন্নাথ মন্দিরের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, জানুয়ারি মাসেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাচ্ছে। লোকসভা ভোটের মুখে যা বিজেপিকে বড় মাইলেজ দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার আগে ২৪ ডিসেম্বর এক লাখ মানুষের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হওয়ার কথা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। লোকসভা ভোটের আগে একদিকে যখন রাম মন্দির উদ্বোধন ঘিরে জোর চর্চা চলছে, তখন এপ্রিলের মধ্যেই দিঘার জগন্নাথ মন্দিরের কাজ শেষের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমন অবস্থায়, এটিকে ভোটের মুখে রাজ্যের শাসক শিবিরের একটি পাল্টা চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

Next Article