Bikash Mishra arrested: কয়লা পাচারে অভিযুক্ত বিকাশকে এবার গ্রেফতার করল কালীঘাট থানা, কী অভিযোগ?

Bikash Mishra arrested: কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ। কয়লা পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। গরু পাচার মামলায়ও তাঁর নাম জড়ায়। জামিনে ছাড়া পান তিনি। প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন।

Bikash Mishra arrested: কয়লা পাচারে অভিযুক্ত বিকাশকে এবার গ্রেফতার করল কালীঘাট থানা, কী অভিযোগ?
বিকাশ মিশ্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 3:49 PM

কলকাতা: কয়লা ও গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বিকাশ মিশ্রর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। পকসো-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ। কয়লা পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। গরু পাচার মামলায়ও তাঁর নাম জড়ায়। জামিনে ছাড়া পান তিনি। প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন।

সেই বিকাশের বিরুদ্ধে উঠেছে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। নাবালিকাকে খুনের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নাবালিকার হয়ে বিকাশের বিরুদ্ধের কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিনয় মিশ্রর স্ত্রী। যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ধৃতকে এদিন আলিপুর আদালতে তোলা হবে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চাইবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বিকাশের দাদা বিনয় কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত। শাস্তি এড়াতে তিনি বিদেশে পালিয়ে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। বিনয়ের ভাই বিকাশ এবার নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন। বিনয়ের স্ত্রী কেন অভিযোগ দায়ের করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।