NRS Hospital: আরশোলা-ছারপোকার দাপাদাপিতে সদ্যোজাতদের শরীরে দগদগে ঘা, শিউরে ওঠার মতো ঘটনা এনআরএসে

NRS Hospital: এন‌আর‌এসে আরশোলা-ছারপোকার দাপট এমন জায়গায় পৌঁছেছে যে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এ নিয়ে সরব হন স্বয়ং তৃণমূল সাংসদ শান্তনু সেন‌।

NRS Hospital: আরশোলা-ছারপোকার দাপাদাপিতে সদ্যোজাতদের শরীরে দগদগে ঘা, শিউরে ওঠার মতো ঘটনা এনআরএসে
বিছানায় ঘুরছে পোকা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 25, 2023 | 3:54 PM

কলকাতা: পোকামাকড়ের সঙ্গে সহবাস! তাও আবার শহরের অন্যতম সরকারি হাসপাতালের শিশু বিভাগে। নীলরতন সরকার হাসপাতালে রীতিমতো বিপন্ন অবস্থা সদ্যোজাতদের। সন্তানদের পাশে বিনিদ্র রাত কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। তাতেও খুব একটা লাভ হচ্ছে না। ৮-১০ দিনের শিশুদের নরম চামড়ায় দাপিয়ে বেড়াচ্ছে ছারপোকা, আরশোলা। শরীরে দেখা যাচ্ছে ঘা। হাসপাতালের সেন্টেনারি বিল্ডিংয়ে অবস্থিত এস‌এনসিইউ, নিকু, পিকু বিভাগে ছারপোকা, আরশোলার উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে কচিকাঁচাদের। এনআরএস সূত্রে খবর, পোকামাকড় মারার জন্য বরাতপ্রাপ্ত সংস্থা দায়িত্ব পালন না করায় এই অবস্থা।

পোকামাকড় কী ভাবে ঘুরে বেড়াচ্ছে সেই ছবি দেখলে আঁতকে উঠতে হয়। শুধু শিশুদের অভিভাবকেরা নয়, অভিযোগ জানাচ্ছেন ওই সব ওয়ার্ডে কর্তব্যরত নার্সরাও। তাঁদের অভিযোগ, তাঁদের পোশাক বদল করার ঘরেও একই অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।

শিশুদের অভিভাবকেরা জানাচ্ছেন, পোকার কামড়ে সদ্যোজাতদের দেহে ঘা দেখা যাচ্ছে। কারও কারও শরীরে লাল রঙের চাকা দাগ। কানে পোকা ঢুকে যেতে পারে, এমন আশঙ্কাও করছেন অভিভাবকেরা। কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন ওয়ার্ডের নার্সরা। এন‌আর‌এসে আরশোলা-ছারপোকার দাপট এমন জায়গায় পৌঁছেছে যে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এ নিয়ে সরব হন স্বয়ং তৃণমূল সাংসদ শান্তনু সেন‌। আরশোলার স্পর্শে এক রোগীর পিঠে ঘা হয়ে গিয়েছিল। বৈঠকে সেই ছবি দেখিয়ে রোগী পরিষেবার এমন হাল কেন, তাও জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ। এরপর‌ও বদলায়নি পরিস্থিতি।

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন বলেন, ‘এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। কীভাবে পেস্ট কন্ট্রোল করানো হবে, তা নিয়ে কথা হয়েছে। কিছু কিছু পুরনো ম্যাট্রেস রয়েছে, যার ভিতর থেকে পোকা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে অবগত আছে, তারা পদক্ষেপও করছে।’ তবে ভয় কাটছে না শিশুদের পরিবারের। পোকামাকড় থেকে বড় কোনও সমস্যা না হয়, এমনই আশঙ্কা তাঁদের।