Winter in Bengal: ঠক্-ঠক্-ঠক্, ২৫ ডিসেম্বর থেকেই সব রেকর্ড ভেঙে ফেলবে শীত?

Weather Update: আবহাওয়া দফতর বলছে ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে সব জেলাতেই নামবে পারদ। বর্ষ শেষের বাকি দিনগুলিতে একই রকম থাকবে আবহাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এরইমধ্যে পাশাপাশি কুয়াশার দাপট চলছে সর্বত্রই। ঘন কুয়াশার জেরে বন্ধ কাটোয়া- বল্লভপাড়া ফেরিঘাট।

Winter in Bengal: ঠক্-ঠক্-ঠক্, ২৫ ডিসেম্বর থেকেই সব রেকর্ড ভেঙে ফেলবে শীত?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Dec 24, 2025 | 11:29 AM

কলকাতা: অবশেষে জমিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। আবহাওয়া দফতর বলছে বড়দিন থেকেই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী ২ দিনে ২ ডিগ্রি তাপমাত্রা কমার আশা। সপ্তাহান্তে ৮ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। অন্যদিকে শুক্রবার শুধু কলকাতাতেই ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার এই তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।  

এদিনই ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে আগামী কয়েকদিন সেখানে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া দফতর বলছে ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে সব জেলাতেই নামবে পারদ। বর্ষ শেষের বাকি দিনগুলিতে একই রকম থাকবে আবহাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এরইমধ্যে পাশাপাশি কুয়াশার দাপট চলছে সর্বত্রই। ঘন কুয়াশার জেরে বন্ধ কাটোয়া- বল্লভপাড়া ফেরিঘাট। এদিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে কাটোয়া।  দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে  কাটোয়া-বল্লভপাড়া,ফেরিঘাট। অন্যদিকে কুয়াশার দাপট চলছে উত্তরবঙ্গেও। গোটা ডুয়ার্স জুড়ে ঘন কুয়াশার দাপট। সকাল ৯ টার পরেও রাস্তায় লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সমস্ত গাড়িকে।

দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকদিন। পার্বত্য এলাকা এবং উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।