
কলকাতা: বছরের শেষলগ্নে এসে নিজের উপস্থিতি জানান দিচ্ছে শীত। বড়দিন থেকেই জম্পেশ ঠান্ডা। উত্তুরে হাওয়ার দাপটে বাংলা জুড়ে জাঁকিয়ে শীত। আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। ১২ ডিগ্রিতে নামল তাপমাত্রার পারদ। বছরের শেষ কয়েকটা দিনে আরও তাপমাত্রা নামতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া অফিস।
আজ, ২৬ ডিসেম্বর মরশুমের শীতলতম দিন কলকাতায়। গতকালের রেকর্ড ভেঙে আজ ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। কালিম্পংয়ের চেয়েও বেশি ঠান্ডা সমতলে। আবহাওয়া অফিস বলছে, আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে শহর। বেলা বাড়লেও হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকছে। তবে আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষভাগে আরও জাঁকিয়ে শীত অনুভূত হবে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমছে। ইতিমধ্যেই ৮ ডিগ্রিতে নেমেছে শ্রীনিকেতন, আলিপুরদুয়ারের পারদ। ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা বাঁকুড়া, কল্যাণীর। সেখানেই আবার পাহাড়ি কালিম্পংয়ের তাপমাত্রা আজ রয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। বর্ষশেষ পর্যন্ত শীতের এই আমেজ চলবে।
দার্জিলিং – ৫.৪ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ৮ ডিগ্রি সেলসিয়াস
আলিপুরদুয়ার- ৮ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান- ৮.৮ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ৯.২ ডিগ্রি সেলসিয়াস
কল্যাণী- ৯ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া- ১০ ডিগ্রি সেলসিয়াস
আসানসোল- ১০.২ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর- ১১.১ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১২.২ ডিগ্রি সেলসিয়াস
আলিপুর- ১২.৯ ডিগ্রি সেলসিয়াস