AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mausam Noor Joining: ‘বেনজির’ প্রত্যাবর্তন! ঘাসফুল ছেড়ে হঠাৎ কংগ্রেসের হাত ধরলেন মৌসম

প্রায় সাত বছর পর ঠিক বিধানসভা ভোটের আগে আবারও নিজের ঘরে মৌসম। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করলেন মৌসম। কয়েকদিন আগেই মৌসমকে মালদহের কো-অর্ডিনেটরের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। তবে সব অব্যাহতি দিয়ে ঘর-ওয়াপসি তাঁর।

Mausam Noor Joining: 'বেনজির' প্রত্যাবর্তন! ঘাসফুল ছেড়ে হঠাৎ কংগ্রেসের হাত ধরলেন মৌসম
মৌসম নূরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 03, 2026 | 8:44 PM
Share

কলকাতা: ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস ছেড়েছিলেন মৌসম বেনজির নূর। যোগ দিয়েছিলেন তৃণমূলে। প্রায় সাত বছর পর ঠিক বিধানসভা ভোটের আগে আবারও নিজের ঘরে মৌসম। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করলেন মৌসম। কয়েকদিন আগেই মৌসমকে মালদহের কো-অর্ডিনেটরের (হবিবপুর-সুজাপুর) দায়িত্ব দিয়েছিল তৃণমূল। এমনকী,তিনি ছিলেন রাজ্যসভার সাংসদও।  তবে সব অব্যাহতি দিয়ে ফের ‘ঘরে’ ফিরলেন ঘরের মেয়ে।

২০২৪-এর লোকসভা ভোটে একমাত্র মালদহ থেকেই আসন পেয়েছিল কংগ্রেস। মালদহ দক্ষিণ থেকে জিতেছিলেন গনি খান চৌধুরীর পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী। অর্থাৎ যে সময় গোটা রাজ্যে কংগ্রেস শূন্য সেই সময় নিজেদের গড় কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা। বর্তমানে রাজনীতিতে অনেকটাই পরিবর্তন হয়েছে। এই মালদহতেই উঁকি মারছে মিম। এই আবহের মধ্যেই মৌসমের এই ঘরে ফেরা কংগ্রেসের হাত যে আরও শক্ত করল তা বলার অপেক্ষা রাখে না। এ দিন, ২৪ আকবর রোডে কংগ্রেস সদর দফতরে পৌঁছন মৌসম। সেখান থেকেই যোগদান করেন। জানান যে, তাঁদের পরিবার একসঙ্গে মিলেমিশেই কাজ করবেন। তবে তাৎপর্যপূর্ণ ভাবেই মৌসম এদিন তৃণমূল নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী এও স্বীকার করেছেন যে তিনি কাজ করতে পারছিলেন। তবে পরিবারের জন্যই তাঁর এই সিদ্ধান্ত।

মৌসম নূর বলেন, “প্রায় ছ’বছর পর ফিরে এসেছি ভাল লাগছে। আমায় যে ভালবেসে আবার গ্রহণ করেছেন, ঈশাদা যেটা বললেন, সেটাই আমারও বক্তব্য। তৃণমূলও আমায় কাজের সুযোগ দিয়েছে। আমায় জেলা প্রেসিডেন্ট করা হয়েছিল। রাজ্যসভার সাংসদ ছিলাম। তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা লেটার জমা দেব। আমি কংগ্রেসের হাইকমান্ড সোনিয়াজি থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ বরকত সাহেবের কথা মনে হচ্ছে। আমার মা সারা জীবন কংগ্রেসকে মজবুতের কাজ করেছে। কংগ্রেসের পরিবার হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছি আর আলাদাভাবে নয়, একসঙ্গে কাজ করব। পরিবার হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষও চায় কংগ্রেস আগামী দিনে ভাল জায়গায় যাক।”

প্রদেশ কংগ্রেস সভাপতি নেতা শুভঙ্কর সরকার বলেন, “যিনি যোগদান করলেন, তিনি পরিবারের আবার ফিরে এলেন। আজকের দিনে যে কঠীন লড়াই বাংলায়, বিশেষ করে ধর্মকে হাতিয়ার করে রাজ্যে বিভাজনের রাজনীতি কায়েমের চেষ্টা করছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুজনই একই কাজ করছে। তৃণমূল কোনও উন্নয়নের বার্তা দিচ্ছে না। এই পরিস্থিতিতে গনি খান চৌধুরীর আদর্শে বিশ্বাসী একজন রাজনীতিবিদ হিসাবে নিশ্চিত ভাবে শক্তিশালী করবে কংগ্রেসকে। এটা শুধু ট্রেলার দেখলাম। আমরা জানলা খুলে রেখেছিলাম। এখন দরজা খুললাম।” মালদহ দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী বলেন,”উনি যে এসেছেন আমরা খুব খুশি। মালদহের মানুষ চাইছিলেন মৌসম ফেরত চলে আসুন।”

'বৌদি সেদিন বলেন...', সভার মাঝেই হঠাৎ কোন ট্র্যাকে সুকান্ত?
'বৌদি সেদিন বলেন...', সভার মাঝেই হঠাৎ কোন ট্র্যাকে সুকান্ত?
স্কুলের মধ্যেই শিক্ষককে রড দিয়ে পেটালেন তৃণমূল নেতা
স্কুলের মধ্যেই শিক্ষককে রড দিয়ে পেটালেন তৃণমূল নেতা
SIR প্রক্রিয়া স্থগিতের দাবিতে জ্ঞানেশ কুমারকে চিঠি মমতার
SIR প্রক্রিয়া স্থগিতের দাবিতে জ্ঞানেশ কুমারকে চিঠি মমতার
বিজেপি কর্মীদের ঘরে ঢুকে 'হামলা', গ্রেফতার ৩
বিজেপি কর্মীদের ঘরে ঢুকে 'হামলা', গ্রেফতার ৩
ভেড়ি জবরদখলে অভিযুক্ত মোসাকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, এখন কোথায়?
ভেড়ি জবরদখলে অভিযুক্ত মোসাকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, এখন কোথায়?
ফের তপ্ত ভাঙড়, মমতা-অভিষেকের বার্তা তৃণমূল নেতাদের কানে যাচ্ছে না?
ফের তপ্ত ভাঙড়, মমতা-অভিষেকের বার্তা তৃণমূল নেতাদের কানে যাচ্ছে না?
ISL করতে অবশেষে নড়েচড়ে বসল AIFF
ISL করতে অবশেষে নড়েচড়ে বসল AIFF
মমতাকে নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, কী বলছেন শশী পাঁজা?
মমতাকে নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, কী বলছেন শশী পাঁজা?
ভোট লুঠ হয় বুথের ভেতরে, বাইরে বাহিনী দর্শকের ভূমিকায় থাকে: দিলীপ ঘোষ
ভোট লুঠ হয় বুথের ভেতরে, বাইরে বাহিনী দর্শকের ভূমিকায় থাকে: দিলীপ ঘোষ
ফের বাংলাদেশে হিন্দু নিধন, দীপুর ধাঁচে ব্যবসায়ীকে পুড়িয়ে খুন
ফের বাংলাদেশে হিন্দু নিধন, দীপুর ধাঁচে ব্যবসায়ীকে পুড়িয়ে খুন