Doctor Transfer: সুবর্ণ গোস্বামীর পর ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বদলি! দানা বাঁধছে বিতর্ক

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Mar 21, 2025 | 12:23 AM

Doctor Transfer: বর্তমানে তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে অ্যানাটমি বিভাগের প্রফেসর হিসাবে কাজ করবেন তিনি। অধ্যক্ষের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, থ্রেট কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় অসহযোগিতার মিথ্যা অভিযোগকে সামনে রেখে ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে।

Follow Us

কলকাতা: ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উৎপল দাঁর বদলি ঘিরে বিতর্ক। সূত্রের খবর, ডিএম‌ই পদপ্রার্থী ছিলেন ডায়মন্ড হারবারের অধ্যক্ষ। সেই অধ্যক্ষকেই বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে প্রফেসর পদে পাঠানো হল। ইতিমধ্যেই আরজি কর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামীর বদলি ঘিরে তৈরি হয়েছে চাপানউতোর।  তারমধ্যে উৎপল দাঁয়ের বদলি ঘিরে সমালোচনায় সরব চিকিৎসক সংগঠনগুলি।  

চিকিৎসক সংগঠন ও স্বাস্থ্য ভবন সূত্রে খবর, অধ্যক্ষের বদলির সঙ্গে যোগসূত্র রয়েছে সেবাশ্রয় প্রকল্পের। তাঁর বিরুদ্ধে রয়েছে অসহযোগিতার অভিযোগ। সেবাশ্রয় প্রকল্পে চিকিৎসকদের না পাঠানো, শিবির থেকে রেফার হ‌ওয়া রোগীদের চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত অভিযোগ‌ও ছিল এই চিকিৎসকের বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসতে এই জল্পনাও তীব্র হয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। দানা বেঁধেছে বিতর্ক। প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে টোকাটুকির বিরুদ্ধে সরব ছিলেন উৎপল দাঁ। থ্রেট কালচারের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। সে জন্য‌ই কি পদস্খলন অধ্যক্ষের? প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনের সমালোচনায় মুখর জেপিডি। 

বর্তমানে তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে অ্যানাটমি বিভাগের প্রফেসর হিসাবে কাজ করবেন তিনি। অধ্যক্ষের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, থ্রেট কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় অসহযোগিতার মিথ্যা অভিযোগকে সামনে রেখে ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। সে কারণেই ডায়মন্ড হারবারের অধ্যক্ষের পদস্খলন করা হয়েছে। যদিও পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত। 

কলকাতা: ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উৎপল দাঁর বদলি ঘিরে বিতর্ক। সূত্রের খবর, ডিএম‌ই পদপ্রার্থী ছিলেন ডায়মন্ড হারবারের অধ্যক্ষ। সেই অধ্যক্ষকেই বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে প্রফেসর পদে পাঠানো হল। ইতিমধ্যেই আরজি কর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামীর বদলি ঘিরে তৈরি হয়েছে চাপানউতোর।  তারমধ্যে উৎপল দাঁয়ের বদলি ঘিরে সমালোচনায় সরব চিকিৎসক সংগঠনগুলি।  

চিকিৎসক সংগঠন ও স্বাস্থ্য ভবন সূত্রে খবর, অধ্যক্ষের বদলির সঙ্গে যোগসূত্র রয়েছে সেবাশ্রয় প্রকল্পের। তাঁর বিরুদ্ধে রয়েছে অসহযোগিতার অভিযোগ। সেবাশ্রয় প্রকল্পে চিকিৎসকদের না পাঠানো, শিবির থেকে রেফার হ‌ওয়া রোগীদের চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত অভিযোগ‌ও ছিল এই চিকিৎসকের বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসতে এই জল্পনাও তীব্র হয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। দানা বেঁধেছে বিতর্ক। প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে টোকাটুকির বিরুদ্ধে সরব ছিলেন উৎপল দাঁ। থ্রেট কালচারের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। সে জন্য‌ই কি পদস্খলন অধ্যক্ষের? প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনের সমালোচনায় মুখর জেপিডি। 

বর্তমানে তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে অ্যানাটমি বিভাগের প্রফেসর হিসাবে কাজ করবেন তিনি। অধ্যক্ষের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, থ্রেট কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় অসহযোগিতার মিথ্যা অভিযোগকে সামনে রেখে ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। সে কারণেই ডায়মন্ড হারবারের অধ্যক্ষের পদস্খলন করা হয়েছে। যদিও পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত।