কলকাতা: উৎসবের পরিবেশে করোনা নিয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তারপরও অনেক ক্ষেত্রেই সর্তকতা দেখা যাচ্ছে না। মহামারির (Pandamic) ভয় উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন মানুষ। তৃতীয় ঢেউ (Third Wave) নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও রাজ্যে করোনার গ্রাফ (Covid Graph) যে ভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসকদের কপালে। গত ২৪ ঘন্টায় কলকাতায় (Kollkata) করোনা আক্রান্তের সংখ্যা ২০০ পেরিয়ে গেল। ২৪ ঘন্টায় শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছে ২০৩ জন গোটা রাজ্যে আক্রান্ত হয়েছে ৭৭১ জন। শহরে মৃত্যু হয়েছে তিনজনের, রাজ্যে ২৪ ঘণ্টায় মোট মৃতের সংখ্যা ১১।
সংখ্যাটা একটু কম হলেও খুব একটা ভালো অবস্থায় নেই উত্তর ২৪ পরগনার। গত ২৪ ঘন্টায় এই জেলাতেও আক্রান্ত হয়েছে ১২৮ জন, মৃত্যু হয়েছে চারজনের। এদিকে চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট (Positivity Rate) বা সক্রিয়তার হার। গতকাল যেখানে সক্রিয়তার হার ছিল ২.৫৬ শতাংশ, আজ সে সেই হার বেড়ে হয়েছে ২.৭৪ শতাংশ। উল্লেখ্য, সপ্তমীর পর অষ্টমীতেও কমেছে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা। গতকাল ৩০,০১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ সেখানে নমুনা পরীক্ষা হয়েছে ২৮,১৮৭ জনের।
এক নজরে কোন জেলায় কত সংক্রমণ
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
দক্ষিণ দিনাজপুর– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
মালদহ– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
বীরভূম– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
হুগলি– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার- ১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার- ৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ২।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৭ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ৩।
আরও পড়ুন: Photo Gallery: অক্সিজেনের আকাল, বেড সঙ্কট, অ্যাম্বুল্যান্সের সাইরেন- সব ভুলে গেলেন ৬ মাসেই!