School: দুর্নীতির যাঁতাকলে আস্ত স্কুল, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তে সার্কেল ইন্সপেক্টর

School: তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মণ্ডল। তিনি বলছেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব সামলেছেন। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে যড়যন্ত্র চলছে।

School: দুর্নীতির যাঁতাকলে আস্ত স্কুল, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তে সার্কেল ইন্সপেক্টর
চাপানউতোর স্কুলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 06, 2025 | 3:02 PM

সোনারপুর: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অভিযোগ দায়ের স্কুল শিক্ষা দফতরে। তদন্তে স্কুলে এলেন সার্কেল ইন্সপেক্টর। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর রাজপুর সোনারপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আচার্য প্রফুল্লনগর বিদ্যায়তন ৷ যদিও অভিযুক্ত প্রধান শিক্ষিকার দাবি, তাঁদের বিরুদ্ধে যড়যন্ত্র করা হচ্ছে। এদিকে ভবানী সর্দার মণ্ডল নামে ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিলের টাকা, স্কুলের উন্নয়নের টাকা তছরুপের অভিযোগ এনেছেন তাঁরই সতীর্থরা। 

তবে শুধু স্কুলের শিক্ষকরাই নয়, তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অভিভাবকেরাও। তাঁদের অভিযোগ, স্কুল ড্রেস, ফর্ম দেওয়া, ভর্তি, এমনকি কোনও ছাত্রছাত্রী ট্রান্সফার নিলে সে ক্ষেত্রেও টাকা নেওয়া হচ্ছে। স্কুলেরই এক শিক্ষক প্রতাপ চন্দ্র শাঁখারি বলেন, স্কুলের সহ-শিক্ষকদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেন৷ বিভিন্নভাবে অভিভাবকদের থেকে টাকা তোলা হয়। এই ঘটনার প্রতিবাদ করে তিনি নিজেও প্রধান শিক্ষিকার রোষানলে পড়েছেন। তাঁর দাবি, দুর্নীতির জেরেই বন্ধ রয়েছে স্কুলের মিড ডে মিল পরিষেবা। ফলে বঞ্চিত হচ্ছেন স্কুলের পড়ুয়ারা। 

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মণ্ডল। তিনি বলছেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব সামলেছেন। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে যড়যন্ত্র চলছে। অন্যদিকে এ ঘটনার তদন্তে স্কুলে আসেন সার্কেল ইন্সপেক্টরও। শিক্ষক-শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদও করেন।