কলকাতা: বিভিন্ন সময় একাধিক বিতর্কে জড়িয়েছেন উলুবেড়িয়ার বিধায়ক নির্মল মাজি। বিশেষত স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সময় তাঁর নাম শিরোনামে উঠে এসেছে। ২০১৯ সালে কুকুরের ডায়ালিসিস-কাণ্ড থেকে শুরু করে আর্থিক দুর্নীতি, একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে হওয়া একটি মামলায় সোমবার রায়দান করবেন আদালত। প্রভাব খাটিয়ে মেডিক্যাল কাউন্সিলের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তছরূপের অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। কাউন্সিলের ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় ২০১৮ সালে। সেই মামলার শুনানিতে সোমবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্মল মাজিকে। জানা গিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের পর্যন্ত জেল হতে পারে নির্মলের।
এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগে নাম জড়িয়েছে নির্মল মাজির। সরকারি হাসপাতালের নাম করে একটি বেসরকারি হাসপাতালে রোগীকে পাঠানোর অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। তবে নির্মল দাবি করেছিলেন, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এছাড়া, ২০১৫ সালের জুন মাসে এসএসকেএম-এর নেফ্রোলজি বিভাগে কুকুরের ডায়ালিসিস-কাণ্ডে নাম জড়ায় নির্মল মাজির। অভিযোগ ছিল, তৎকালীন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজির এক আত্মীয়ের কুকুরের জন্য এসএসকেএম হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে সব ব্যবস্থা পাকা করে ফেলা হয়েছিল। একের পর এক বিতর্কে জড়ানোর পর পরবর্তীতে ২০২২ সালে নির্মল মাজিকে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি থেকে সরিয়ে দেওয়া হয়।