কলকাতা: গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা কমল আরও কিছুটা। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪২৭। বুধবার সেই সংখ্যা কমে হয়েছে ৫৩৮৪। গত ২৪ ঘন্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে, গত কাল যে সংখ্যা ছিল ৯৮। বেড়েছে সুস্থতার হারও।
সোমবার ও মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল যথাক্রমে ৯৬.৯৮% এবং ৯৭.৪৭ %, সেখানে এদিন সুস্থতার হার ৯৭.৮৩%। বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩৮৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪, ৪২, ৮৩০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪, ৭০২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪, ১১, ৫৭৩ জন। গত ২৪ ঘন্টায় ১০, ৫১২ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন:
এদিন যে ৯৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে, তাঁদের মধ্যে ১৭ জন কলকাতার বাসিন্দা। ২০ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা, দক্ষিণ ২৪ পরগনায় ৯ জন, ৮ জন হুগলিতে, ৬ জন হাওড়ায়, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় ৫ জন করে, বীরভূম-জলপাইগুড়ি-দার্জিলিং-এর প্রতি জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।