Covid Update: শহরে আরও ৫ কোভিড আক্রান্তের খোঁজ, একজন ভর্তি ICU-তে

Covid Update: গত কয়েকদিনে কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তথ্য বলছে, এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। সতর্ক হওয়ার কথা বলছেন চিকিৎসকরা।

Covid Update: শহরে আরও ৫ কোভিড আক্রান্তের খোঁজ, একজন ভর্তি ICU-তে
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 30, 2025 | 5:48 PM

কলকাতা: আতঙ্কে কারণ না হলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। হঠাৎ নতুন করে ছড়াতে শুরু করেছে সেই ভাইরাস। এবার কলকাতা শহরে ফের পাঁচজন করোনা আক্রান্তের খোঁজ মিলল। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে পাঁচজনের কোভিজ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা। সতর্ক হওয়ার কথা বলছেন হাসপাতালের চিকিৎসক।

জানা গিয়েছে, ওই পাঁচজনের মধ্যে একজন আইসিইউ-তে ভর্তি।
সংখ্যাটা আরও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক। এমার্জেন্সিতেও রোগী আসছে।
চিকিৎসক জানিয়েছেন, করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। বিশেষত বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।

চিকিৎসকদের দাবি, পরিস্থিতি আগের মতো না হলেও এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। পিপিই কিট সহ অন্যান্য সরঞ্জাম তৈরি রাখতে হবে বলেও দাবি করছেন তাঁরা। এছাড়া, হাত পরিষ্কার করা, দূরত্ব বজায় রাখার বিষয়ে নজর দিতে হবে।

গতকাল, বৃহস্পতিবার খড়্গপুর আইআইটি-র এক পড়ুয়ার শরীরে করোনার ভাইরাস মিলেছে। আক্রান্ত পুরুলিয়ার এক চিকিৎসক দম্পতিও।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে করোনার জেএন.১, এনবি ১.৮.১ ও এলএফ.৭ ভ্যারিয়েন্টই সংক্রমণ ছড়াচ্ছে। এগুলি সবকটিই ওমিক্রনের সাব-লিনিয়েজ। সংক্রমণে সাধারণত খুব বাড়াবাড়ি না হলেও, যাদের ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে।