AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধীরে ধীরে স্বস্তির চিত্র, চলতি সপ্তাহে সর্বনিম্ন সংক্রমণ বাংলায়

উত্তরবঙ্গের সংক্রমণে (COVID-19) আপাতত কিছুটা লাগাম পরানো গিয়েছে। প্রথমদিকে মালদহের চিত্রটা বেশ উদ্বেগের ছিল। গত কয়েকদিন তা নিয়ন্ত্রণে।

ধীরে ধীরে স্বস্তির চিত্র, চলতি সপ্তাহে সর্বনিম্ন সংক্রমণ বাংলায়
ছবি- পিটিআই
| Updated on: May 29, 2021 | 11:12 AM
Share

কলকাতা: স্বস্তি বাড়িয়ে রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ। তবে মৃত্যু এখনও দেড়শোর কাছাকাছি। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত একদিনে বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৫ জনের। সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। সংক্রমণের হার নেমেছে ২১ শতাংশে। গত ছ’দিনে সর্বনিম্ন সংক্রমণ এদিনই। এই সময় সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন।

বাংলায় দৈনিক সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৫২৫ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। এরপরই কলকাতার সংক্রমণ। একদিনে আক্রান্ত ১ হাজার ৮৫৭ জন। মৃত্যু হয়েছে ৩০ জনের। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতেও মৃত্যু ১০-এর উপরে। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১২ জনের, হাওড়ায় ১১ জন।

উত্তরবঙ্গের সংক্রমণে আপাতত কিছুটা লাগাম পরানো গিয়েছে। প্রথমদিকে মালদহের চিত্রটা বেশ উদ্বেগের ছিল। গত কয়েকদিন তা নিয়ন্ত্রণে। সর্বশেষ দৈনিক সংক্রমণ ১৩২। তবে জলপাইগুড়ি (৬২৩) ও দার্জিলিংয়ে (৬৩০) এখনও ৬০০-এর উপরে দৈনিক আক্রান্ত রয়েছেন।

আরও পড়ুন: Corona Cases Lockdown News Live: ৪৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ, করোনাকে হার মানালেন আড়াই কোটি ভারতীয়

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে অক্সিজেন বাস চালু করা হয়েছে। কোভিড আক্রান্ত অনেকেই হাসপাতালে শয্যা পাচ্ছেন না। এদিকে অক্সিজেনের প্রয়োজন হলে তা যথাযথ পরিকাঠামোর অভাবে সময়মত দেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। অক্সিজেনের অভাবে মৃত্যুও হয়েছে অনেকের। সেই ঘাটতি মেটাতেই জেলার পাঁচটি হাসপাতালে এমার্জেন্সির সামনে এই বাস থাকবে।