Cyber Crime: ৭০০-র বেশি সিম কার্ড বাজেয়াপ্ত, গ্রেফতার ৮, সাইবার অপরাধ নিয়ে সাংবাদিক বৈঠকে জয়েন্ট সিপি
Cyber Crime: জয়েন্ট সিপি জানিয়েছেন, ৭০০-র বেশি সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে প্রি-অ্যাকটিভেট সিমও আছে। দেশের বাইরেও এই সিম পাঠানো হয়েছে। এইসব সিম ব্যবহার করে নানা ধরনের সাইবার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট, ব্যাঙ্ক ফ্রডের মতো সাইবার অপরাধে এই সিম কার্ড ব্যবহার করা হয়েছে।

কলকাতা: শহরে বাড়বাড়ন্ত সাইবার ক্রাইম। একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে। তাতে তৎপর কলকাতা পুলিশ। তা নিয়ে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। কলকাতা পুলিশের সাইবার থানা তদন্ত করেছে। সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে। সিম কার্ড সংক্রান্ত অনুসন্ধান চালিয়ে সুয়োমোটো কেস করে তদন্ত শুরু করা হয়। তদন্তে দেখা যায়, কিছু অভিযুক্ত সিম কার্ড বিভিন্ন প্রতারকদের কাছে বিক্রি করেছে। বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করেছে সিম কার্ড। তারপর সেই সমস্ত সিম প্রতারকদের হাতে বিক্রি হয়েছে। এখনও পর্যন্ত সাইবার ক্রাইমে আট জন গ্রেফতার করা হয়েছে।
জয়েন্ট সিপি জানিয়েছেন, ৭০০-র বেশি সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে প্রি-অ্যাকটিভেট সিমও আছে। দেশের বাইরেও এই সিম পাঠানো হয়েছে। এইসব সিম ব্যবহার করে নানা ধরনের সাইবার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট, ব্যাঙ্ক ফ্রডের মতো সাইবার অপরাধে এই সিম কার্ড ব্যবহার করা হয়েছে।
গত বছর এই ধরনের অপরাধে কলকাতা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল, সেই চক্রের সঙ্গে এদের যোগ আছে কি না দেখা হচ্ছে।
জয়েন্ট সিপি ক্রাইম জানান, ভুয়ো কলসেন্টারের মামলায়, গার্ডেনরিচে অভিযান চালানো হয় হোয়াট হাউস ও গ্রিন ভিলা দুটো বিল্ডিংয়ে সার্চ করে ভুয়ো কল সেন্টার পাওয়া যায়।
এই কলসেন্টার থেকে নানাধরনের সাইবার ফ্রড করা হত। ইউএস, অস্ট্রেলিয়া নাগরিকদের কল করা হত। বলা হত সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড ফোন করা হয়েছে। গ্রাহকদের ল্যাপটপ, ডেস্কটপ নিজেদের রিমোটে নিয়ে প্রতারণা করা হত বলে জানিয়েছেন তদন্তকারীরা।

