Weather Update: ফের সক্রিয় ঘূর্ণাবর্ত! তুমুল বৃষ্টি জেলায় জেলায়, মাস ঘুরলেই ফের কমলা সতর্কতা হাওয়া অফিসের

Weather Update: শুধু কলকাতাতেই আগামী চারদিন বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা যাবে। বৃহস্পতিবার তুলনামূলকভাবে বেশি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তরঙ্গের ক্ষেত্রেও।

Weather Update: ফের সক্রিয় ঘূর্ণাবর্ত! তুমুল বৃষ্টি জেলায় জেলায়, মাস ঘুরলেই ফের কমলা সতর্কতা হাওয়া অফিসের
প্রতীকী ছবি

| Edited By: জয়দীপ দাস

Jul 30, 2025 | 7:58 PM

কলকাতা: ফের সক্রিয় ঘূর্ণাবর্ত। তাতেই ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। তার সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দফতর বলছে, যা এই মুহূর্তে দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের জোড়া ফলায় এদিন তো বটেই বৃহস্পতিবার বাংলার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর বলছে, এদিন রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একইসঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থেকে যাচ্ছে। পাশাপাশি নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। এই জেলাগুলিতেও বইতে পারে ঝোড়ো হাওয়া। 

শুধু কলকাতাতেই আগামী চারদিন বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা যাবে। বৃহস্পতিবার তুলনামূলকভাবে বেশি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তরঙ্গের ক্ষেত্রেও। এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পংয়ে। এছাড়াও দার্জিলিং, মালদহ, দিনাজপুর, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মাসেই শেষ নয়। মাস ঘুরলেও একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই। ১ তারিখ কোচবিহার আর আলিপুরদুয়ার বাদ দিয়ে সব জায়গাতেই ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই বলছে হাওয়া অফিস। ২ তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।