
কলকাতা: দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর বলছে, এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা থাকছে। হাওয়া অফিস বলছে, শনিবার ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার তা আরও বেশ কিছুটা বেড়ে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরের পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
সোমবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে এলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই। তবে কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। এছাড়াও ভারী বৃষ্টি হবে দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। আগামী বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে প্রবল বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বুধবার থেকে ফের গতি বাড়াবে বৃষ্টি। এমনটাই মত আলিপুরের কর্তাদের। টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধসের আশঙ্কা থাকছে। সে কারণে যান চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কথা বলছে আবহাওয়া দফতর।