Cyclone effects in Bengal: মঙ্গলবার সন্ধ্যাতেই আছড়ে পড়বে স্থলভাগে, ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বাংলায়?

Cyclone Effects: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

Cyclone effects in Bengal: মঙ্গলবার সন্ধ্যাতেই আছড়ে পড়বে স্থলভাগে, ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বাংলায়?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Oct 26, 2025 | 12:07 PM

কলকাতা: কোথায় ল্যান্ডফল করবে তা নিয়ে চাপানউতোর ছিলই। শেষ পর্যন্ত জানা গেল অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়াতে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা! মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে কলিঙ্গপত্তনাম থেকে মছলিপত্তনামের মাঝে কাঁকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা। ২৮ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যাঁরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তাঁদের ফিরে আসার জন্য বলা হয়েছে। 

মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। তবে সব জেলার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

কোথায় কোথায় হতে পারে বৃষ্টি? 

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ছয় জেলাতে। বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।

শুক্রবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে বুধবার থেকে উত্তরবঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।