কলকাতা: আমপান বনাম রেমালের হেব্বি টক্কর চলেছে। আমপানের ভয়াল স্মৃতি বুকে নিয়ে রবিবার রাতভর প্রমাদ গুনেছে বঙ্গবাসী। তবে শেষমেশ এগিয়ে রইল আমপানই। ঝড়ের গতিবেগ থেকে বৃষ্টির মিলিমিটার, রেমাল পিছিয়ে।
এক নজরে দেখে নেওয়া যাক রেমাল ও আমপানের স্কোর কার্ড
ঘূর্ণিঝড় | আলিপুরে ঝড়ের গতিবেগ |
আমপান | ১১২ কিমি/ঘণ্টা |
রেমাল | ৭৪ কিমি/ঘণ্টা |
ঘূর্ণিঝড় | দমদমে ঝড়ের গতিবেগ |
আমপান | ১৩০ কিমি/ঘণ্টা |
রেমাল | ৯১ কিমি/ঘণ্টা |
ঘূর্ণিঝড় | আলিপুরে ২৪ ঘণ্টায় বৃষ্টি |
আমপান | ২৪০ মিলিমিটার |
রেমাল | ১৫৩ মিলিমিটার |
ঘূর্ণিঝড় | দমদমে ২৪ ঘণ্টায় বৃষ্টি |
আমপান | ২০০ মিলিমিটার |
রেমাল | ৯১ মিলিমিটার |
আলিপুর ১৫৩
হলদিয়া ১৪২
উলুবেড়িয়া ১২৯
কাঁথি ১২৯
সল্টলেক ১০৩
ক্যানিং ৯৬
দমদম ৯১
দিঘা ৬৯
(২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ মিলিমিটারে)
দমদম ৯১
ক্যানিং ৭৮
ডায়মন্ড হারবার ৬৯
বারুইপুর ৬৭
নিমপীঠ ৬৩
রায়দিঘি ৬৩
(বাংলাদেশ)
পটুয়াখালি ১০২
খেপুপাড়া ৮৯
সাতক্ষীরা ৭৫
মংলা ৭৫
(রবিবার ঝড়ের গতিবেগ কিমি/ঘণ্টায়)