কলকাতা: সাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাব কেমন পড়বে বাংলায়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে উপকূলের জেলাগুলিতে। সর্বশেষ যা আপডেট, তাতে রবিবার মাঝরাতেই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মাঝখানে কোথাও একটা ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় রেমালের। আবহাওয়াবিদদের মতে, আগামিকালই শক্তি বাড়িয়ে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার থেকেই বাংলার আকাশে তার প্রভাব দেখা যাবে।
আগামিকাল রাজ্যের উপকূলবর্তী দুই জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ২৪ পরগনা জেলাতেও। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
রেমালের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই চার জেলায় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে।
উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলাতেও চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার পর্যন্ত। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলিতেও। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে হুগলিতে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই জেলাতেই ঝড়ের গতিবেগ থাকতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত।
কলকাতা, হাওড়া ও নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার। সঙ্গে এই তিন জেলায় ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। চরম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনাতেও। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা দুই জেলাতেই ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগ হতে পারে ঝড়ের। পূর্ব মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি এবং ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।