DA Agitation: ‘মানুষের শরীর তো, আসলে এটাই চাইছিল সরকার…’, DA মঞ্চে ঘটেই গেল অনাকাঙ্খিত ঘটনা

Aritra Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 29, 2024 | 2:26 PM

DA Agitation: প্রসঙ্গত দুদিন আগেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ষাটোর্ধ্ব অনিরুদ্ধ ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়েন।  তারপর সেদিনই অসুস্থ হয়ে যান ন আরও এক অনশনকারী। বকেয়া ডিএ-এর দাবিতে লাগাতর আন্দোলনে বসেছেন সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।

DA Agitation: মানুষের শরীর তো, আসলে এটাই চাইছিল সরকার..., DA মঞ্চে ঘটেই গেল অনাকাঙ্খিত ঘটনা
সৈকত চট্টোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:   ঝাঁঝ  বাড়ছে আন্দোলনের। ডিএ আন্দোলনকারী মঞ্চে আরও এক জন অসুস্থ। লাগাতার ২১৪ ঘণ্টা অনশন। আর তাতেই সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার সৈকত চট্টোপাধ্যায়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর সহযোদ্ধারা বলছেন, রবিবার রাত থেকেই অসুস্থ বোধ করেছিলেন সৈকত। বিশেষ একটা কর্তা বার্তা বলছিলেন না। অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। সকালে অচৈতন্য হয়ে পড়েন সৈকত। তাঁর পালট রেটও নেমে গিয়েছে।

প্রসঙ্গত দুদিন আগেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ষাটোর্ধ্ব অনিরুদ্ধ ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়েন।  তারপর সেদিনই অসুস্থ হয়ে যান ন আরও এক অনশনকারী।
বকেয়া ডিএ-এর দাবিতে লাগাতর আন্দোলনে বসেছেন সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। তার মধ্যে সরকারের ওপর চাপ বাড়াতে ৪ জন আন্দোলনকারী আমরণ অনশন শুরু করেছেন। তার মধ্যে এই নিয়ে ২ জন অসুস্থ হয়ে পড়লেন।

এভাবে সহযোদ্ধারা অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত সংগ্রামী যৌথ আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, “আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে। আমরা আমাদের প্রাপ্যের জন্য আন্দোলন করছি। কিন্তু এভাবে একে একে প্রত্যেকে যেভাবে অসুস্থ হচ্ছে, সরকার কী দেখে ছাড়বে কে জানে। ১০ দিন পার হয়ে গিয়েছে। মানুষের শরীর তো!  আসলে এটাই চাইছিল সরকার। সরকার নির্বিকার। ”

ইতিমধ্যেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনশনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে চিঠিও লিখেছেন তিনি। এসবের পরেও সরকার কী পদক্ষেপ করে, সেটাই দেখার।

Next Article