DA Agitation: রাজ্য সরকারি কর্মীদের DA আন্দোলনের আঁচ বিশ্বকাপের ময়দানে, ইডেন গার্ডেন্সে উড়ল পোস্টার

DA Agitation: বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আয়োজন হয়েছিল ইডেন গার্ডেন্সে। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে স্টেডিয়ামে ডিএ আন্দোলনের পোস্টার হাতে দেখা গেল নদিয়া জেলার দুই শিক্ষককে।

DA Agitation: রাজ্য সরকারি কর্মীদের DA আন্দোলনের আঁচ বিশ্বকাপের ময়দানে, ইডেন গার্ডেন্সে উড়ল পোস্টার
ইডেনেও প্রতিবাদ Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 17, 2023 | 8:55 PM

কলকাতা: কখনও রাজপথে চলেছে মিছিল, কখনও ধরনা, কখনও অবস্থান বিক্ষোভ। বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে বারবার গর্জে উঠেছেন সরকারি কর্মীরা। কলকাতার রাস্তা থেকে রাজধানী দিল্লিতে পৌঁছে আগুনে আন্দোলের ঝাঁঝ। রাজধানীতে গিয়েও আন্দোলনে সামিল হয়েছেন সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সরকারি কর্মীদের একাধিক সংগঠন একত্রিত করে তৈরি হয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চ। 

এবার সেই ডিএ আন্দোলনের আঁচ পড়ল বিশ্বকাপের ময়দানেও। বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আয়োজন হয়েছিল ইডেন গার্ডেন্সে। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে স্টেডিয়ামে ডিএ আন্দোলনের পোস্টার হাতে দেখা গেল নদিয়া জেলার দুই শিক্ষককে। পোস্টার হাতেই ফুঁসে উঠলেন বঞ্চনার বিরুদ্ধে। 

পুজোর পরেই যে ডিএ আন্দোলনের আঁচ আরও বাড়বে সে কথা আগেই জানিয়ে রেখেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছিলেন, “অপেক্ষা করুন, কর্মচারীরা তৈরি হচ্ছেন। উৎসবের মরসুম পেরলেই আপনাকে টের পাওয়ানো হবে, তখন আপনি ঠিকই অর্থের সংস্থান করতে পারবেন।” ডিএ আন্দোলনের জল গড়িয়েছে আদালতেও। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ডিএ মামলার শুনানি হতে পারে বলে খবর।