কলকাতা: মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। ৪ মে আন্দোলনকারীরা ডিএ-র দাবিতে ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই মিছিলেন অনুমতি দেয়নি পুলিশ। পুলিশ প্রশাসনের কাছে মিছিলের অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হল যৌথ মঞ্চ। মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে তারা। সেই মামলা দায়েরের অনুমতি দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মামলা করার অনুমতি দিয়েছেন। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে মিছিলের বিরুদ্ধে পাল্টা মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
ডিএ আন্দেলনকারীরা ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিল করতে চান। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেননি। মিছিল করার অনুমতির জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আন্দোলনকারীরা। কিন্তু এই মিছিলের বিরোধিতা করে পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই মিছিল হলে কলকাতা কী ভাবে অবরুদ্ধ হয়ে পড়বে, সাধারণ মানুষের কী অসুবিধা হবে- তা তুলে ধরতেই এই পাল্টা মামলা বলে জানা গিয়েছে।
এ নিয়ে ডিএ-এর দাবিতে ধর্মতলায় ধর্না দেওয়া আন্দোলনকারীরা জানিয়েছেন নবান্ন অবধি মিছিলের পাশাপাশি ৬ মে হাজরা থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট অবধি পৃথক মিছিলের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এ ব্যাপারে তাঁরা বলেছেন, “৬ মে মিছিলের প্রস্তুতি হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে কনভেনশন ও পথসভার আয়োজন করা হবে। বর্তমান সরকারে দুয়ারে রেশন, দুয়ারে সরকাররে মতো বিভিন্ন প্রকল্পের মতো দুয়ারে আন্দোলন করতে চাইছি আমরা।”