DA: চারদিন নবান্নের সামনে বসবেন ডিএ আন্দোলকারীরা, মহামিছিলের ডাক জানুয়ারিতে

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Dec 10, 2023 | 9:13 PM

DA: রবিবার সাংবাদিক সম্মেলন করেন সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, "৩১৮ দিনে পড়ল সংগ্রামী যৌথমঞ্চের অবস্থান। আগামী ১৯,২০,২১,২২ ডিসেম্বর এই চারদিন নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করব আমরা। হাওড়া পুলিশ অনুমতি দেয়নি। আমরা এই নিয়ে হাইকোর্টে যাব।"

DA: চারদিন নবান্নের সামনে বসবেন ডিএ আন্দোলকারীরা, মহামিছিলের ডাক জানুয়ারিতে
ডিএ আন্দোলনকারীদের সাংবাদিক সম্মেলন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ১ হাজার দিন পার করেছে এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন। অন্যদিকে ৩১৮ দিন পার সংগ্রামী যৌথমঞ্চের ডিএ আন্দোলন। শীতের হাওয়ায় বাড়ছে আন্দোলনের আঁচ। ১৯, ২০, ২১, ২২ ডিসেম্বরের চারদিন নবান্নের সামনে অবস্থানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। পুলিশ অনুমতি না দিলে আদালতে যাবে বলেও জানিয়ে দিয়েছে তারা। অন্যদিকে জানুয়ারির শেষ সপ্তাহে ফের ধর্মঘটের ডাক দিয়েছে যৌথমঞ্চ।

রবিবার সাংবাদিক সম্মেলন করেন সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, “৩১৮ দিনে পড়ল সংগ্রামী যৌথমঞ্চের অবস্থান। আগামী ১৯,২০,২১,২২ ডিসেম্বর এই চারদিন নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করব আমরা। হাওড়া পুলিশ অনুমতি দেয়নি। আমরা এই নিয়ে হাইকোর্টে যাব।” ডিএ আন্দোলনকারীরা সুর চড়াচ্ছেন। বলছেন, জানুয়ারির শেষ সপ্তাহে ফের ধর্মঘটের ডাক দিচ্ছেন তাঁরা। এর জন্য যদি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অসুবিধা হয়, তাঁদের কিছু করার নেই বলেও জানিয়েছেন।

ভাস্কর ঘোষ বলেন, জানুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মহামিছিল হবে। সেই মিছিলে আহ্বান জানানো হবে চাকরি প্রার্থীদেরও। শিয়ালদহ, হাওড়া এবং হাজরা মোড় থেকে এই মিছিল বেরোবে। মিছিল শহিদ মিনার পর্যন্ত আসবে। আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সেদিন থেকে আবার অনশন শুরু করব। আমরণ অনশন হতেও পারে। রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ চললে আমাদেরও অধিকার আছে। আমরা হাইকোর্টে যাব। আশা করি হাইকোর্ট সব নাগরিকের জন্যই বিচারের ব্যবস্থা করবে।” তবে নবান্ন অভিযানে হাইকোর্ট যদি অনুমতি না দেয়, তাহলে তাঁরা অন্য ভাবে ভেবে রেখেছেন বলেও জানান।

Next Article