করোনার কোপে একদিনে ১৫৪ মৃত্যু, সংক্রমণের হার নিম্নমুখী কলকাতা ও উত্তর ২৪ পরগনায়
গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা ৭৭ হাজারের বেশি হলেও এ দিন তা আরও একবার কমতে দেখা যাচ্ছে। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যায় আগের মতো কার্যত এই জায়গায় দাঁড়িয়ে।
কলকাতা: দীর্ঘ বেশ কয়েকদিন বাদে শনিবার রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমল রাজ্যে। কিছুটা স্বস্তি দিয়ে কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। তবে উদ্বেগ বাড়ছে টেস্টের সংখ্যা বৃদ্ধি না পাওয়ায়। গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা ৭৭ হাজারের বেশি হলেও এ দিন তা আরও একবার কমতে দেখা যাচ্ছে। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যায় আগের মতো কার্যত এই জায়গায় দাঁড়িয়ে।
শনিবারের বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। এই একই সময় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০২ জন। যদিও মৃত্যুর হার প্রায় একই রয়েছে। সেখানে কোনও স্বস্তি নেই। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫৯। আজ তা সামান্য কমে হয়েছে ১৫৪ । সুস্থতার হারও কিছুটা বেড়ে হয়েছে ৮৮.৩২ শতাংশ। বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮। পজিটিভিটির হার বর্তমানে ২৭ শতাংশ।
গত কয়েকদিন যাবৎ রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬৮-৭০ হাজারের ঘোরাফেরা করছিল। শুক্রবারের বুলেটিনে দেখা যায়, সেটাই একধাক্কায় তা বেড়ে ৭৭ হাজারের উপর চলে গিয়েছে। গতকাল ৭৭ হাজার ৬২৭ টি নমুনা পরীক্ষা হয়। কিন্তু শনিবার সেটা কমে গিয়ে ফের একবার ৭০ হাজার ১৯ টি হয়ে গেছে।
আরও পড়ুন: ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ইয়াস, আমফানের থেকেও বিধ্বংসী হওয়ার আশঙ্কা
কিন্তু এখনও পর্যন্ত মাথাব্যথার কারণ হয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। যদিও আশাব্যঞ্জকভাবে কলকাতায় সংক্রমণের হার নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩,২৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিন ৪ হাজারের আশেপাশে ছিল। শহরেই মৃত্যু হয়েছে ৪১ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩,৮৭৬ জন। এই জেলাতেও সংক্রমণ কমেছে। দৈনিক আক্রান্তের হার গত কয়েকদিনে ৪,২০০-র উপরেই ছিল। এখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩ জনের।
আরও পড়ুন: ‘আমি বন্ড দিয়েও বাড়ি ফিরতে চাই’, উডবার্নের জানলা দিয়ে সাংবাদিক বৈঠক শোভনের