West Bengal Weather Update Today: দার্জিলিংয়ে ৫, মালদহতে ১৬ ডিগ্রি! কলকাতাতেও কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে আজ থেকে, কী বলছে হাওয়া অফিস?

Kolkata & West Bengal Weather Update on 5th December 2025: উত্তর-পশ্চিমের শীতল হাওয়া রয়েছে কলকাতায়। আংশিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ল। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। সারা দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather Update Today: দার্জিলিংয়ে ৫, মালদহতে ১৬ ডিগ্রি! কলকাতাতেও কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে আজ থেকে, কী বলছে হাওয়া অফিস?
বঙ্গে এবার জাঁকিয়ে শীত?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 05, 2025 | 11:03 AM

কলকাতা: বাধা কাটল ঘূর্ণাবর্তের। পশ্চিমের শীতল হাওয়ার এখন অবাধ প্রবেশ। বাংলায় এবার শীত সত্যি এল।  তাপমাত্রা কমেছে ইতিমধ্যেই। আরও তাপমাত্রা কমতে পারে। উইকেন্ডে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে; বাড়বে শীতের আমেজ। আবহাওয়া অফিস বলছে, আগামী সাতদিন শুষ্কই থাকবে আবহাওয়া (Weather Update)। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, সকালে শিশির এবং কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। এ রাজ্যে আপাতত কোনও সিস্টেম নেই। তবে বাংলাদেশ-অসম-মেঘালয়ের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ ও ত্রিপুরাতে। নতুন করে প্রভাবশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ, ৫ ডিসেম্বর।

কলকাতার আবহাওয়া-

উত্তর-পশ্চিমের শীতল হাওয়া রয়েছে কলকাতায়। আংশিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ল। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। সারা দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যায় থাকবে শীতের আমেজ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি।

চলতি সপ্তাহের মঙ্গলবার, ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার পারদ। বৃহস্পতিবার সকালে সেই তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার তাপমাত্রা সামান্য বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। উত্তর পশ্চিমের বাতাস বইছে এখন। সামান্য কমবেশি হলেও আপাতত বড়সড় পরিবর্তন নেই পারদের। রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা এরকমই থাকবে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৭ থেকে ৯১ শতাংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

কলকাতায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে। এখনও স্বাভাবিকের নিচে রয়েছে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বেড়েছে। আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু-এক জেলাতে। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত পাঁচ দিন প্রায় একই রকম তাপমাত্রা থাকবে।

কলকাতায় আজ সামান্য বাড়ল তাপমাত্রা। ১৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় এবং জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উইকেন্ডে শীতের আমেজ বাড়বে। তাপমাত্রার ওঠা-নামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে এখন শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।

দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। মালদহতে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা। আগামী ৪-৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।