Amartya Sen: ‘বাবা ভাল আছেন’, TV9 বাংলাকে জানালেন অমর্ত্য-কন্যা

Sucharita De | Edited By: Soumya Saha

Oct 10, 2023 | 6:05 PM

Amartya Sen: 'বাবা ভাল আছেন', টিভি নাইন বাংলাকে জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কন্যা নন্দনা সেন। মঙ্গলবার দুপুরে নোবেলজয়ীর প্রয়াণের বিষয়ে গুজব ছড়ায়।

Amartya Sen: বাবা ভাল আছেন, TV9 বাংলাকে জানালেন অমর্ত্য-কন্যা
অমর্ত্য সেন
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ‘বাবা ভাল আছেন’, টিভি নাইন বাংলাকে জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কন্যা নন্দনা সেন। মঙ্গলবার দুপুরে নোবেলজয়ীর প্রয়াণের বিষয়ে গুজব ছড়ায়। ৮৯ বছর বয়সি নোবেলজয়ী অর্থনীতিবিদ সম্প্রতি বিভিন্ন ইস্য়ুতে নিজের মতামত প্রকাশ করে গিয়েছেন। হঠাৎ এই গুজবে চারিদিকে হইহই পড়ে যায়। তবে অমর্ত্য সেনের কন্যা নন্দনা সেন জানালেন, “বাবা ভাল আছেন। কেমব্রিজে আমরা একসঙ্গে একটা ভাল সময় কাটালাম। তিনি একদম সুস্থ আছেন।”

উল্লেখ্য, আজ দুপুরেই হঠাৎ করে অমর্ত্য সেনের প্রয়াণের বিষয়ে একটি গুজব ছড়ায়। আর এরপরই নিমেষের মধ্যে এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট ভেসে উঠতে শুরু করে। তবে অমর্ত্য-কন্যা নন্দনা সেন জানাচ্ছেন, পুরোটাই ভুয়ো খবর এবং অমর্ত্য সেন পুরোপুরি সুস্থ রয়েছেন। নন্দনা সেন জানাচ্ছেন, “কেমব্রিজে আমরা একটা সুন্দর সপ্তাহ কাটালাম একসঙ্গে। তিনি পুরোপুরি সুস্থ আছেন। হার্ভার্ডে সপ্তাহে দু’টি করে কোর্স পড়াচ্ছেন। নিজের বইয়ের লেখালেখির কাজ করছেন। সবসময় যেমন কাজে ব্যস্ত থাকেন, তেমনই আছেন।”

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিষয়ে এই গুজব ছড়ানোর পর এক্স হ্যান্ডেলে বিভিন্ন ব্যক্তিত্বরা পোস্ট করতে শুরু করেছিলেন। এই বছর অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিনও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। তবে পরবর্তীতে তিনিও এক্স হ্যান্ডেলে জানান, অমর্ত্য সেনের বিষয়ে ওই খবরটি পুরোপুরি ভুল। বিদেশি এক সাংবাদিকের থেকে ওই ভুল তথ্য ছড়িয়েছিল বলেও এক্স হ্যান্ডেলে দাবি করেছেন ক্লডিয়া গোল্ডিন।

 

Next Article