Kolkata: সকাল থেকে খোলেনি দরজা, সন্ধে গড়াতেই একসঙ্গে উদ্ধার মা-বাবা-ছেলের দেহ, হাড়হিম ঘটনা কসবায়

Kolkata: পুলিশ জানিয়েছে, রাজডাঙা গোল্ড পার্ক এলাকায় একটি বহুতলের তৃতীয় তলায় থাকতেন ওই বৃদ্ধ দম্পতি ও তাঁদের সন্তান। এদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে পুলিশের কাছে খবর আসে, ওই পরিবারের দরজা সকাল থেকে বন্ধ রয়েছে। কেউ খোলেননি।

Kolkata: সকাল থেকে খোলেনি দরজা, সন্ধে গড়াতেই একসঙ্গে উদ্ধার মা-বাবা-ছেলের দেহ, হাড়হিম ঘটনা কসবায়
এই বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার হয়Image Credit source: TV9 Bangla

Jun 17, 2025 | 9:40 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায় ও সুশোভন ভট্টাচার্য

কলকাতা: কসবার একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধ দম্পতি ও তাঁদের পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। কসবা থানার পুলিশ দরজা ভেঙে মৃতদেহগুলি উদ্ধার করে। মৃতদের নাম সরোজিৎ ভট্টাচার্য (৭০), গার্গী ভট্টাচার্য (৬৮) এবং আয়ুষ্মান ভট্টাচার্য (৩৮)। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজডাঙা গোল্ড পার্ক এলাকায় একটি বহুতলের তৃতীয় তলায় থাকতেন ওই বৃদ্ধ দম্পতি ও তাঁদের সন্তান। এদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে পুলিশের কাছে খবর আসে, ওই পরিবারের দরজা সকাল থেকে বন্ধ রয়েছে। কেউ খোলেননি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দেখা যায়, দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ।

দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ তিনজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। জানা গিয়েছে, বৃদ্ধ দম্পতির বছর আটত্রিশের পুত্র অসুস্থ ছিলেন। সেই কারণে তিনজনে আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। ওই ফ্ল্যাট থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান।

প্রতিবেশীরা বলছেন, এই পরিবার আগে কসবার বকুলতলায় থাকতেন। এই ফ্ল্যাটে বছর দুয়েক আগে এসেছিলেন তাঁরা। দেখা হলে হেসেই কথা বলতেন সরোজিৎবাবু। তিনি ফ্ল্যাট-বাড়ির দালালি করতেন। আর আয়ুষ্মানের হাঁটাচলায় কিছুটা সমস্যা ছিল। এদিন সকাল থেকে দরজা খোলেননি তাঁরা। সন্ধের দিকে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। তারপরই পুলিশ এসে তিনজনের দেহ উদ্ধার করে।