Kolkata: খাস কলকাতায় হোটেলের রুমে বক্স খাট থেকে মিলল যুবকের দেহ, ছুটে গেল পার্ক স্ট্রিট থানার পুলিশ

Dead body recovered from hotel: পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ, মাথায় রক্ত লেগে ছিল। দেহে পচন ধরতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ওই তিনজন কখন এসেছিলেন, তাঁদের সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন কি না, সেইসব খতিয়ে দেখছে পুলিশ।

Kolkata: খাস কলকাতায় হোটেলের রুমে বক্স খাট থেকে মিলল যুবকের দেহ, ছুটে গেল পার্ক স্ট্রিট থানার পুলিশ
তদন্ত শুরু করেছে পুলিশImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 22, 2025 | 5:47 PM

কলকাতা: হোটেলের রুমে বক্স খাটের ভিতর থেকে যুবকের দেহ উদ্ধার। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল থেকে শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম রাহুল লাল। ওই যুবকের সঙ্গে থাকা আর ২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। খাস কলকাতায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বুধবার (২২ অক্টোবর) বিকেলে তিন যুবক হোটেলে ঘর ভাড়া নেন। কিছুক্ষণ পর একজন বেরিয়ে যান। তিনি আবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ হোটেলে ফেরেন। এবং দ্বিতীয় যুবকের সঙ্গে বেরিয়ে যান। গতকাল ওই রুমটি খোলা হয়নি। এদিন সকালে একজন অতিথি ওই রুম ভাড়া নেন। তিনি রুমে ঢুকেই পচা গন্ধ পান। হোটেলের কর্মীরা ডাকেন। হোটেলের কর্মীরা তল্লাশি চালিয়ে বক্স খাটের মধ্যে যুবকের দেহ দেখতে পান। খবর পেয়েই আসে পার্কস্ট্রিট থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ, মাথায় রক্ত লেগে ছিল। দেহে পচন ধরতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ওই তিন যুবক কখন এসেছিলেন, তাঁদের সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন কি না, সেইসব খতিয়ে দেখছে পুলিশ। ঘরে তাঁরা মদ্যপান করেছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বয়ান লাল নামে হোটেলের রুম বুক করা হয়েছিল। আধার কার্ড দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে বয়ান লালের সঙ্গে পুলিশ যোগাযোগ করে। তিনি জীবিত রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর আধার কার্ড কীভাবে ওই যুবকদের কাছে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। পার্ক স্ট্রিটের কলিং লেনের একটি ঠিকানা পায় পুলিশ। যদিও সেই ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।