Debangshu Bhattacharya: এবার বিজেপিকে ‘শিশুর’ সঙ্গে তুলনা দেবাংশুর

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 20, 2023 | 7:26 AM

Debangshu Bhattacharya: আগামিকাল ২১ শে জুলাই। শহিদ দিবস পালন করবে তৃণমূল। তার প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। ওইদিনই আবার বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন।

Debangshu Bhattacharya: এবার বিজেপিকে শিশুর সঙ্গে তুলনা দেবাংশুর
দেবাংশু ভট্টাচার্য
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটে বিজেপি-র ফলাফল নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর বক্তব্য ছোট বাচ্চাদের মত করছে বিজেপি। পরে হাপিয়ে গেলে আবার ঘুমিয়ে পড়বে তারা।

আগামিকাল ২১ শে জুলাই। শহিদ দিবস পালন করবে তৃণমূল। তার প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। ওইদিনই আবার বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দেবাংশু বলেন, “একটা বাচ্চার সামনে লজেন্স কেড়ে নিলে বাচ্চারা যেমন হাত-পা ছোড়ে। সেই রকমই বিজেপি করছে।” তৃণমূল নেতার দাবি, বিধানসভা ভোটের সময় যা করেছিল বিজেপি, পঞ্চায়েত ভোটের সময় তাই করছে। হাত পা ছুঁড়ছে। বাচ্চাটা যখন হাঁপিয়ে যায় তখনই ঘুমিয়ে পড়ে। বিজেপিও হাপিয়ে গেলে ঘুমিয়ে পড়বে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সাফল্যের পর তৃণমূলের এই প্রথম মেগা সমাবেশ ধর্মতলায়। একুশে জুলাই একদিকে যেমন শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করা হবে। তেমন পঞ্চায়েত ভোটের সাফল্যও নিয়েও আলোচনা করা হবে। যা ঘিরে তুমুল প্রস্তুতি শুরু হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হতে চলেছে এলকা। লালবাজার সূত্রে খবর, ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার ৩১ জন অফিসার থাকছেন একুশে জুলাইয়ের জন্য। পাশাপাশি যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ জন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৮০ জন অফিসার থাকবেন।

Next Article